বাংলাদেশের বিপক্ষে সেই জিম্বাবুয়ে, এই জিম্বাবুয়ে
বিশ্ব ক্রিকেটে একসময় ভারত পাকিস্তান আর অস্ট্রেলিয়া ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজের লড়াই ছিল মর্যাদার ও প্রতিদ্বন্ধিতা পূর্ণ এবং গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয়। এই ম্যাচগুলো যখন অনুষ্ঠিত হতো বিশ্ব ক্রিকেটের নজর থাকতো আলাদা করে। বৃহৎ শক্তির দল দুটির লড়াইয়ের পাশাপাশি নিচের সারির বাংলাদেশ জিম্বাবুয়ের লড়াইও ছিল নিজ নিজ দলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার পর জিম্বাবুয়ের কাছে হারলেও একসময় তারাও জিম্বাবুয়েকে হারাতে শুরু করে। বাংলাদেশ প্রথম টেস্ট জয় পেয়েছিল এই জিম্বাবুয়ে কে হারিয়ে। তারপর কখনো জিম্বাবুয়ে হারায় বাংলাদেশকে বাংলাদেশ হারায় জিম্বাবুয়েকে।
একসময় জিম্বাবুয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ এগিয়ে যেতে থাকে জিম্বাবুয়ে এতটাই পিছিয়ে পড়ে যে একসময় টেস্ট ক্রিকেট থেকে তারা নিজেদের দূরে সরিয়ে নেয় সাময়িকভাবে।
এই জিম্বাবুয়ের বিপক্ষেই কিন্তু বাংলাদেশ নিজেদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারিয়ে জয়ও পেয়েছিল। তারপর এখানেও চলে বাংলাদেশের রাজত্ব। জিম্বাবুয়েকে পেলেই বাংলাদেশ জয়ের নেশায় মেতে উঠতো। প্রথম ১৫ম্যাচের মাঝে বাংলাদেশের জয় ছিল ১০টিতে জিম্বাবুয়ে জিতেছিল ৫টিতে এরপর দুই দেশ আরও ৪টি ম্যাচ খেলে।
সেখানে আবার জিম্বাবুয়ের জয়ের পাল্লা ভারী হয়ে না উঠলেও তারা সমানতালে লড়ে। জয় পরাজয় দুই দলেরই সমান সমান।সব মিলিয়ে দুই দলের ১৯ মোকাবিলায় বাংলাদেশের জয় ১২টিতে জিম্বাবুয়ের ৭টিতে।
বর্তমান জিম্বাবুয়ে কিন্তু বাংলাদেশের জন্য বিরাট হুমকি। সর্বশেষ জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হারিয়েছিল২-১ ব্যবধানে ।
এই জয় তাদের উপরে উঠার তেমন জানান দিয়েছিল, তেমনি বাংলাদেশের বাজে খেলার উপর সিল মেরে দিয়েছিল। দুই দলই আজ আবার মুখোমুখি হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এই আসরে দুই দলেরই এটি প্রথম মোকাবিলা।
এই সময়ের মাঝে জিম্বাবুয়ে যেমন নিজেদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে বাংলাদেশ ঠিক তেমনি নিজে হাঁটেছে পিছনের পথে চলতি আসরে জিম্বাবুয়ে পাকিস্তানকে এক রানে হারিয়ে নিজেদের উন্নতির কথা আরও একবার জানান দিয়েছে।
সেখানে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরে একইভাবে নিজেদের পতনের কথা সবাইকে আবারও মনে করিয়ে দিয়েছে । এই জিম্বাবুয়ে বাংলাদেশের জন্য আজ বিশাল হুমকিও বটে।
এমপি/এমএমএ/