আফগান-আইরিশ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি
বৃষ্টির কারণে শেষ পর্যন্ত আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। দুই দলই পেল একটি করে পয়েন্ট।
বাংলাদেশ সময় শুক্রবার (২৮ অক্টোবর) সকাল দশটায় মেলবোর্নে শুরু হওয়ার কথা ছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ। বেরসকি বৃষ্টির কারণে বিশ্বকাপের ম্যাচটি মাঠেই গড়াতে পারেনি।
পয়েন্ট ভাগাভাগি হওয়ার কারণে লাভ বেশি হলো আয়ারল্যান্ডের। তিন পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। সমান তিন পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ ওয়ানের শীর্ষে নিউজিল্যান্ড। তিন ম্যাচে মোট দুই পয়েন্ট পাওয়া আফগানিস্তান সবার নিচে।
প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে আফগানরা হারে ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। বৃষ্টির কারণে ম্যাচের পয়েন্ট হয় ভাগাভাগি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে হলো তাই। আফগানদের দুই পয়েন্টই এলো বৃষ্টির কারণে।
অন্যদিকে, আফগানিস্তানের চেয়ে সুবিধাজনক অবস্থানে আয়ারল্যান্ড। শুরুটা তাদের লঙ্কানদের সঙ্গে ৯ উইকেটে হার দিয়ে। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ইংল্যান্ডকে ৫ রানে হারায় তারা। এবার পেল বাড়তি এক পয়েন্ট। সব মিলিয়ে তিন পয়েন্ট আইরিশদের।
গ্রুপ ওয়ানে তিন পয়েন্ট নিয়ে সবার উপরে নিউজিল্যান্ড। এরপর আয়ারল্যান্ড (৩ পয়েন্ট)। শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান ২। সবার নিচে থাকা আফগানিস্তানের পয়েন্টও দুই।
এমএমএ/