বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামনে এশিয়া সেরা শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে মঙ্গলবার (২৫ অক্টোবর) মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পার্থে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।
সুপার টুয়েলভ পর্বে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হয়েও প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮৯ রানে হেরেছিল অজিরা। অন্যদিকে আইরিশদের হারিয়ে শুরুটা দারুণ করেছে টিম শ্রীলঙ্কা।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জন্য কালকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। হারলেই সেমিতে উঠার রাস্তাটা অনেক কঠিন হয়ে যাবে তাদের। এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা অবশ্য সেই অঘটন ঘটাতেই প্রস্তুত।
টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দল মোকাবিলা করেছে ২৫বার। তাতে ১৪ জয় অস্ট্রেলিয়ার, ১০ জয় শ্রীলঙ্কার। এক ম্যাচ হয়েছিল টাই। ঘরের মাঠে লঙ্কানদের বিরুদ্ধে ৮ জয় অস্ট্রেলিয়ার। বিপরীতে হারতে হয়েছে সাতবার।
কালকের ম্যাচটি অজিদের বাঁচা-মরার। অধিনায়ক অ্যারন ফিঞ্চ যেমন বলেছেন, ‘এই হারে আমাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা যে ক্ষতিগ্রস্ত হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে এই ম্যাচ নিয়ে আমাদের বেশি চিন্তা-ভাবনার অবকাশ নেই। এটাকে আমরা আর বদলাতে পারব না।’
তবে খাদের কিনারায় থাকলেও ঘুরে দাঁড়ানোর নজির আছে অস্ট্রেলিয়ার অনেকের। ফিঞ্চ যেমনটা বলেন, ‘আমাদের দলে এমন ক্রিকেটাররা আছে যারা বিশ্বকাপ জেতানোর ক্ষমতা রাখে। প্রথম ম্যাচ হারের পর আমাদের রান রেটে প্রভাব পড়েছে। আমাদেরকে যত দ্রুত সম্ভব ভালো খেলতে হবে।’ পার্থে কাল উজ্জীবিত থাকবে শ্রীলঙ্কাও। জয়ের ধারায় থাকতে মরিয়া দলটি।
এমএমএ/