ডলার সংকটের কবলে নারী এশিয়া কাপের সম্প্রচার!
বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ। ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার সঙ্গে আছে মালয়েশিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতের সাম্রাজ্যে আঘাত হেনে বাংলাদেশ ২০১৮ সালে মালয়েশিয়া অনুষ্ঠিত সপ্তম আসরে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল।
এবারও শিরোপা ধরে রাখার জোর দাবিদার। ব্যাটে-বলের লড়াই দারুণভাবে জমে উঠেছে। সিলেটে অনুষ্ঠিত ৭ দলের এই আসরের ম্যাচগুলো বাংলাদেশের কোনো টিভি চ্যানেল দেখাতে পারছে না। ইচ্ছে থাকা সত্ত্বেও দেখানো সম্ভব হচ্ছে না। এই না দেখাতে পারার কারণ বাংলাদেশ ব্যাংকের অনুমতি না পাওয়া। ডলার সংকটের কারণে বাংলাদেশ ব্যাংক অনুমতি দিতে বিলম্ব করছে।
বাংলাদেশের কোনো টিভি চ্যানেল খেলা দেখাতে হলে টিভি সম্প্রচার সত্ব ক্রয়কারী প্রতিষ্ঠান থেকে কিনে নিতে হয়। এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস। স্টার স্পোর্টস থেকে কিনে জিটিভি সরাসরি সম্প্রচার করতে চেয়েছিল। কিন্তু তারা দেখাতে পারছে না। কারণ আগস্ট-সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে ছেলেদের টি-টোয়েন্টি এশিয়া কাপের খেলা স্টার স্পোর্টস থেকে কিনে জিটিভি সরাসরি সম্প্রচার করেছিল। কিন্তু সেই খেলা সম্প্রচারের অর্থ তারা এখনো পরিশোধ করতে পারেনি। এই অর্থ পরিশোধ করতে হয় ডলারের মাধ্যমে।
এখানে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগে। এই অনুমতির জন্য জিটিভি তাদের ‘স্পোডিয়াম’ নামে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২২ আগস্ট বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছিল। সেই আবেদনের অনুমতি এখনো তারা পাননি। যে কারণে আগের পাওনা পরিশোধ করতে না পারার কারণে নারী এশিয়া কাপ দেখানো সম্ভব হচ্ছে না। নারী এশিয়া কাপ দেখাতে জিটিভিকে কোনো অর্থ পরিশোধ করতে হতো না।
এ ব্যাপারে গাজী গ্রুপের নির্বাহী পরিচালক সালাহউদ্দিন চৌধুরী ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আমরা ছেলেদের টি-টোয়েন্টি এশিয়া কাপের সম্প্রচারের অর্থ এখনো পরিশোধ করতে পারনি। যাবতীয় কাগজপত্র দিয়ে আমরা আমাদের নির্দিষ্ট ব্যাংকের (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক) মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছিলাম ২২ আগস্ট। কিন্তু এখন পর্যন্ত আমরা অনুমতি পাইনি। এর মাঝে আমরা বেশ কয়েকবার যোগাযোগ করেছি। বিসিবির পক্ষ থেকেও যোগাযোগ করা হয়েছে। কিন্তু অনুমতি না পাওয়াতে পেমেন্ট করতে পারছি না। পেমেন্ট করতে না পারার কারণে নারী এশিয়া কাপও সম্প্রচার করতে পারছি না। এটা আমরা ফ্রি সম্প্রচার করতে পারতাম।’
ডলার সংকট না কাটলে অক্টোবরে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখানোও হুমকির মুখে পড়বে বলে জানান তিনি। সালাহউদ্দিন চৌধুরী বলেন, ‘যদি ডলার সংকট না কাটে তা’হলে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখানো হুমকির মুখে পড়বে। আমাদের পক্ষে তখন টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখানো সম্ভব হবে না।’
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামের সঙ্গে বেশ কয়েকবার চেষ্টার পর যোগাযোগ করা হলে ঢাকাপ্রকাশ-কে তিনি বলেন, ‘মাঝ খানে আমরা ডলারের একটা চ্যালেঞ্জ মোকাবিলা করেছিলাম। এ জন্য আমরা একটু ধীরগতিতে গিয়েছিলাম। এখন এটা দিয়ে দেবে। যেহেতু এটা সম্প্রচারের বিষয়। খুব সহসাই দিয়ে দেবে।’
এমপি/এমএমএ/