বেটউইনার সঙ্গে চুক্তি নিয়ে সাকিবের বলার কিছু নেই!
পরারাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সম্প্রতি দুইটি বক্তব্য বেশ বিতর্কের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। যখন যে অনুষ্ঠানে যাচ্ছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরারাষ্ট্রমন্ত্রীকে এই প্রশ্নের জবাব দিতে হচ্ছে।
তিনি চেষ্টা করছেন আত্মপক্ষ সমর্থনের। কিন্তু তাতেও বিতর্ক থামছে না। দলের পক্ষ থেকেও এ নিয়ে তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। তার বহিষ্কার এমনকি গ্রেপ্তারের দাবিও উঠেছে। কিন্তু এখানেই ব্যতিক্রম সাকিব। তাকে সংবাদ মধ্যেমের সামনে খুব একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়নি?
বিশ্বব্যাপী জুয়া খেলার প্রতিষ্ঠান বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি করে তুমুল বিতর্কের জন্ম দেন তিনি। বিসিবিও শক্ত অবস্থান নেয়। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দেন সাকিবকে যেকোনো একটি বেছে নিতে হবে। হয় বেটউইনার, না হয় দেশের ক্রিকেট। অনেক চাপে পড়ে সাকিব শেষ পর্যন্ত চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছিলেন।
কিন্তু এ নিয়ে তিনি আত্মপক্ষ সমর্থন করেননি। এমনকি দুঃখ প্রকাশ কিংবা ক্ষমাও চাননি। না সামাজিক যোগাযোগ মাধ্যমে, না অন্যভাবে। কিন্তু অতীতে এমন বহু কাণ্ডে তিনি ক্ষমা চেয়েছেন। দুঃখ প্রকাশ করেছেন। সর্বশেষ ২০২১ সালে সড়ক পথে কলকাতা গিয়ে পূজা মণ্ডপ উদ্বোধন করে তিনি প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন। পরে ফেসবুকে তিনি এই ঘটনায় খুবই বিনয়ের সঙ্গে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছিলেন।
বেটউইনার বিতর্কের পর এশিয়া কাপ ক্রিকেট উপলক্ষে আজই সাকিব প্রথম আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে এসেছিলেন। যার মেয়াদ ছিল আধ ঘণ্টার মতো। অগণিত প্রশ্ন হয়েছে। ক্রিকেট নিয়ে প্রশ্নের ঢেউয়ে বেটউইনারের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন হয়েছে মাত্র দুইটি। যেখানে সাকিব যতটা সম্ভব কম শব্দ ব্যবহার করে জবাব দিয়েছেন। একটির জবাব ছিল ছয় শব্দে, আরেকটির ১৭ শব্দে।
সাকিব মাত্র ছয় শব্দে যে জবাব দিয়েছেন তার প্রশ্ন ছিল কয়েকগুণ বেশি শব্দে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, আপনিতো দেশের সবচেয়ে টপ তারকা। অনেক বড় সেলিব্রেটি ইমেজ। বিভিন্ন শ্রেণির মানুষ আপনাকে অনুসরণ করে থাকে। আপনি আপনার অবস্থান থেকে এটি জাজ করতে পারছেন কি না? জবাবে সাকিব বলেন, ‘এটা আসলে আমার পক্ষে জাজ করা মুশকিল!’
পরের প্রশ্ন ছিল, আপনি বেটউইনারের সঙ্গে যেভাবে চুক্তি করেছেন এবং যেভাবে শেষ করলেন, সেটিকে আপনি কীভাবে দেখছেন? সাকিবের জবাব ছিল, ‘আপনারা যেভাবে শুরু করেছেন, আর যেভাবে শেষ করেছেন; একইভাবে হয়েছে। আমার এখানে খুব বেশি কিছু বলার নেই।’
এমপি/এমএমএ/