দ্রুততম মানব হওয়ার লড়াইয়ে পারলেন না ইমরানুর
দ্রুততম মানব ইংল্যান্ড প্রবসী বাংলাদেশি বংশোদ্ভূত ইমরানুরকে নিয়ে আশা ছিল কমনওয়েলথ গেমসে। অন্তত সেমিফাইনালে উঠতে পারলেও শান্তনা। কিন্ত তিনি তা পারেননি। তবে পেরেছিলেন তুরস্কে চলমান ইসলামিক সলিডারিটি গেমসে। জীবনের সেরা রেকর্ড ১০.১ সেকেন্ড সময় নিয়ে তিনি হিট থেকে সেমিফাইনালে পাড়ি দিয়ে পৌঁছে গিয়েছিলেন ১০০ মিটারে দ্রুততম মানব হওয়ার লড়াইয়ে।
আশার ডাল-পালা বিস্তার লাভ করতে শুরু করে পদক জয়ে। কিন্তু না, ইমরানুর পারেননি। ১০০ মিটারের ফাইনালে উঠেও তিনি নিজের সেরা টাইমিংটা ধরে রাখতে পারেননি। ১০.১৭ সেকেন্ড সময় নিয়ে তিনি হয়েছেন ষষ্ট। আট জনের লড়াইয়ে একজন আগেই ডিসকোয়ালিফাইড হয়ে যান। ফলে ইমরানুরে জায়গা হয় সাত জনের মধ্যে ছয়ে।
ফাইনালে আসতে ইমরানুর সেরা টাইমিং করলেও অনেক চড়াই-উতরাই পার হয়ে আসতে হয়েছিল। চতুর্থ হিটে ১০.১০ সেকেন্ড সময় নিয়ে তিনি সেমিতে উঠে আসেন। সেমিতে দৌড়াতে হয়েছিল দুইবার। প্রথম দৌড় শেষ করেছিলেন ১০.২২ সেকেন্ড সময় নিয়ে। সেই দৌড় বাতিল করা হয় টেকনিক্যাল সমস্যার কারণে। পরে আবার দৌড় শুরু হলে তিনি হন ষষ্ট। আইভরিকোস্টের আর্থার সিসে গুয়ে ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন স্বর্ণ। রৌপ্য জিতেছেন ৯.৯৫ সেকন্ড সময় নিয়ে সৌদি আরবের আবদুল্লাহ আবকার মোহাম্মদ। ওমানের বরকত আল হার্থি ৯.৯৯ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ পদক।
এমপি/আরএ/