রোহিতের বদলে কে হবেন ওয়ানডে সিরিজের অধিনায়ক?
আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-ভারত মধ্যকার ওয়ানডে সিরিজ। তবে তার আগেই ওয়ানডে সিরিজের জন্য নতুন অধিনায়ক নিয়ে ভাবতে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। কারণ হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য এই সিরিজও খেলা হবে না নতুন অধিনায়ক রোহিত শর্মার।
এই মুহূর্তে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন রোহিত। সেখানে তাঁর হ্যামস্ট্রিংয়ের চোটের চিকিৎসা চলছে।
এদিকে তাঁর বদলে কার কাঁধে ওয়ানডে সিরিজের অধিনায়কের দায়িত্ব উঠবে সেই দৌঁড়ে এগিয়ে রয়েছেন লোকেশ রাহুল। চলমান টেস্ট সিরিজে বিরাট কোহলির ডেপুটি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
ভারতের টেস্ট দলে ছিলেন রোহিত শর্মা। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরের আগে অনুশীলন করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান এই 'হিটম্যান'। সেই দিনই জানানো হয়, টেস্ট সিরিজে খেলতে পারবেন না তিনি।
বিসিসিআইয়ের একটি সূত্র ভারতীয় মিডিয়াকে জানিয়েছে, পুরোপুরি ফিট নয়। ফলে ওকে ওয়ানডে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকায় পাঠানো ঠিক হবে না। ও যদি সময়ের মধ্যে চোট সারিয়ে উঠতে না পারে, তাহলে ওর বদলে লোকেশ রাহুলকে ক্যাপ্টেন করা হবে দক্ষিণ আফ্রিকায়।"
জানা গেছে, আগামী ৩০ অথবা ৩১ ডিসেম্বর বৈঠকে বসবেন নির্বাচকরা। ওই দিনই ঠিক হবে কে হবেন রোহিতের বদলে ওয়ানডে অধিনায়ক।
শেষ দুটি ম্যাচ ২১ ও ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ পার্লে এবং শেষটি কেপ টাউনে হবে।