বাংলাদেশের যত হোয়াইটওয়াশ করা সিরিজ জয়
এটি চিরন্তন সত্য যে মানুষের চাহিদার শেষ নেই। যখন যে অবস্থানে থাকে, সেই অবস্থান থেকে আরও উপরে যেতে চায় বা বেশি চায়। এবারের উইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে নাজেহাল হওয়ার পর একদিনের সিরিজ নিয়ে বাংলাদেশ দল আশাবাদী ছিল। এর কারণ ছিল এই ফরম্যাটে বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি। এরপরও শঙ্কা ছিল টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের আলোকে। অন্তরে ছিল মৃদু কম্পন। একদিনের ক্রিকেটে বাংলাদেশ নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে, নাকি টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের ভূত এসে চেপে বসবে গাড়ে! না শেষ পর্যন্ত বাংলাদেশ নিজেদের নৈপুণ্যই ধরে রেখেছে। প্রথম ম্যাচে উইন্ডিজকে পাত্তাই দেয়নি। ৬ উইকেটে প্রথম ম্যাচ জেতার পরও কিন্তু ভয় কেটে যায়নি। দ্বিতীয় ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করতে পারবে তো, নাকি হোঁচট খাবে? না, এখানেও কোনো শঙ্কার জন্ম দেয়নি তামিম ইকবালের দল। দ্বিতীয় ম্যাচে আরও বেশি উজ্জীবিত ছিল দল। এবার উইন্ডিজ দলকে মেরুদণ্ডই সোজা করে দাঁড়াতে দেয়নি। ম্যাচ জিতে ৯ উইকেটে। সিরিজ নিশ্চিত। কিন্তু এখানেই শেষ নয়। এখানে চাওয়ার ইতি টানতে রাজি নন ক্রিকেটাররা। তাদের সামনে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার সুপ্ত ইচ্ছা জাগ্রত। সেই ইচ্ছার পূর্ণতা আনতে জিততে হবে আগামীকাল সফরের শেষ ম্যাচ। এভাবেই বাড়তে থাকে চাওয়া।
উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ খেলছে ৮০তম একদিনের সিরিজ। এর মধ্যে (চলতি সিরিজসহ) সিরিজ জিতেছে ৩১টিতে। এই ৩১টির মধ্যে আবার ১৫টিতে প্রতিপক্ষকে করেছে হোয়াইটওয়াশ। এবার উইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে পারলে তা হবে ১৬তম।
বাংলাদেশ সবচেয়ে বেশি হোয়াইটওয়াশ করেছে জিম্বাবুয়েকে ৬ বার। এরপর কেনিয়া, উইন্ডিজ ও নিউ জিল্যান্ডকে দুইবার করে। একবার করে পাকিস্তান, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে। বাংলাদেশ এখন পর্যন্ত ৩৯৬টি একদিনের ম্যাচ খেলে জয়ী হয়েছে ১৪২টিতে। এর মধ্যে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে জয় পেয়েছে ৫০টিতে।
বাংলাদেশের হোয়াইটওয়াশ করা সিরিজগুলোর মধ্যে আছে পাঁচ ম্যাচের সিরিজও। পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশের সাফল্য দুইবার। দু'বারই প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। প্রথমে ২০০৬ সালে, পরে ২০১৪ সালে। ৪-০ ব্যবধান ছিল দু'বার। এর মধ্যে চমক ছিল ২০১০ সালে নিউ জিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা। পরে যা বিশ্ব ক্রিকেটে পরিচিতি পেয়েছিল 'বাংলাওয়াশ' নামে। এই সিরিজ অবশ্য ৫ ম্যাচের ছিল। কিন্তু বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। ৪-০ ব্যবধানে জেতা অপর প্রতিপক্ষ ছিল কেনিয়া। ২০০৬ সালে বাংলাদেশের এই অর্জন ছিল প্রথম কোনো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা।
বাংলাদেশ সবচেয়ে বেশি প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে তিন ম্যাচের সিরিজে ১০ বার। জিম্বাবুয়েকে ৪ বার (২০১৫, ২০১৮, ২০২০ ও ২০২১), উইন্ডিজকে ২ বার (২০০৯, ২০২১) এবং একবার করে কেনিয়া (২০০৬), আয়ারল্যান্ড (২০০৮), নিউ জিল্যান্ড (২০১৩) ও পাকিস্তান (২০১৫)। ২-০ ব্যবধানে সিরিজ ছিল একটিই। প্রতিপক্ষ ছিল ২০০৬ সালে স্কটল্যান্ড।
এমপি/এসজি/