'এ' দলে নেই মুমিনুল
আবহাওয়ার পূর্বাভাসে ছিল জাতীয় দল থেকে বাদ পড়া সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হককে উইন্ডিজ সফরে 'এ' দলে ডাকা হতে পারে। শেষ পর্যন্ত তাকে ডাকা হয়নি। উইন্ডিজ সফরে বাংলাদেশ 'এ' দল উইন্ডিজ 'এ' দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। সবগুলো ম্যাচ হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে। সিরিজ শুরু হবে চার দিনের ম্যাচ দিয়ে। প্রথম ম্যাচ আগামী ৪ আগস্ট এবং দ্বিতীয় ম্যাচ ১০ আগস্ট অনুষ্ঠিত হবে। তিনটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৮, ২০ ও ২২ আগস্ট। বাংলাদেশ দল দেশ ছাড়বে আগামী ৩১ জুলাই। বাংলাদেশে রওনা হবে ২২ আগস্ট।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সফল ব্যাটসম্যান ১১ সেঞ্চুরির মালিক মুমিনুল হক বাজে ফর্মের কারণে প্রথমে নেতৃত্ব ছাড়েন। পরে সেরা একাদশ থেকে বাদ পড়েন উইন্ডিজ সফরে দ্বিতীয় টেস্টে। এরপর বিসিবি সভাপতি ইঙ্গিত দিয়েছিলেন উইন্ডিজ সফরে তাকে দলে রাখার। তবে তার কথার কোনো প্রতিচ্ছবি দেখা যায়নি দল ঘোষণায়। কিন্তু টেস্ট দলের তিন সদস্য ওপেনার মাহমুদুল হাসান জয়, দুই পেসার সৈয়দ খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজাকে আবার রাখা হয়েছে দুই সংস্করণেই।
উইন্ডিজে বাংলাদেশ দলের এই সফর হবে প্রায় তিন বছর পর। সর্বশেষ তারা সফর করেছিল শ্রীলঙ্কাতে। এবারের দল গঠন করা হয়েছে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দল থেকে বাদ পড়া ও কড়া নাড়তে থাকা ক্রিকেটারদের নিয়ে।
একসময় জাতীয় দলের নিয়মিত মুখ সৌম্য সরকার ও সাব্বির রহমান আছেন এই দলে। এই দুই ক্রিকেটারের মাঝে সৌম্য ছিলেন বেশি সম্ভাবনাময়। কিন্তু তার সময় এতটাই বাজে গেছে যে শেষ পর্যন্ত ক্লাব ক্রিকেটে মোহামেডানের সেরা একাদশেও জায়গা হারিয়েছিলেন তিনি। এরপর তাকে নিয়ে আসা হয় বাংলাদেশ টাইগার্স দলে। দলে সুযোগ পেয়েছেন সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, সাইফ হাসান, নাঈম হাসান, মোহাম্মদ নাঈম শেখের মতো জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটাররাও।
দুই ফরম্যাটের জন্য নির্বাচকরা ১৫ জন করে খেলোয়াড়কে দলে ডেকেছেন। যেখানে উভয় ফরম্যাটেই আছেন ১১ জন করে খেলোয়াড়। এর বাইরে চার দিনের ম্যাচের জন্য সাদমান ইসলাম, ফজলে রাব্বি, তানভীর ইসলাম ও এনামুল হক এবং একদিনের ম্যাচের জন্য সৌম্য সরকার, সাব্বির রহমানের পাশাপাশি মোহাম্মদ নাঈম শেখ ও রাকিবুল হাসানকে রাখা হয়েছে।
বাংলাদেশ 'এ' দল (চার দিনের ম্যাচ): সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান, জাকির হোসেন, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি, শাহাদত হোসেন, জাকের আলী, নাঈম হাসান, তানভীর ইসলাম, খালেদ আহমেদ, রেজাউর রহমান, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী ও এনামুল হক।
বাংলাদেশ 'এ' দল (ওয়ানডে ম্যাচ): সৌম্য সরকার, সাইফ হাসান, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান, জাকির হোসেন, শাহাদত হোসেন, জাকের আলী, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, রেজাউর রহমান, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
এমপি/এসজি/