গায়ানার উইকেট মিরপুরের চেয়েও বাজে!
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করে ১৩১ রান করেও বাংলাদেশ ম্যাচ জিতেছে ২৩ রানে। আরেকটি ম্যাচে অস্ট্রেলিয়ার করা ১২১ রান অতিক্রম করতে বাংলাদেশকে হারাতে হয়েছিল ৫ উইকেট। আবার বাংলাদেশ ১২৭ রান করেও ম্যাচ জিতেছিল ১০ রানে। বাংলাদেশকে ১০৪ রানে আটকে রেখেও অস্ট্রেলিয়া ম্যাচ জিততে হারাতে হয়েছিল ৭ উইকেট। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৬০ রানে। ভাববার কোনোই কারণ নেই যে ম্যাচটি হয়েছিল হাই স্কোরিং। যথারীতি ছিল লো-স্কোরিং। বাংলাদেশ ১২২ রান করে অস্ট্রেলিয়াকে অলআউট করেছিল ৬২ রানে। এরপর নিউ জিল্যান্ডের বিপক্ষেও ৫ ম্যাচ সিরিজের একই বেহাল অবস্থা। প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডকে মাত্র ৬০ রানে অলআউট করে বাংলাদেশ ম্যাচ জিতেছিল ৭ উইকেটে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশে ১৪১ রান করে ম্যাচ জিতেছিল ৪ রানে। তৃতীয় ম্যাচে এসে বাংলাদেশ ফাঁদে পড়েছিল। এবার নিউ জিল্যান্ড আগে ব্যাট করে ১২৮ রান করেও ম্যাচ জিতেছিল ৫২ রানে। কারণ বাংলাদেশ অলআউট হয়েছিল মাত্র ৭৬ রানে। চতুর্থ ম্যাচ আবার বাংলাদেশ নিউ জিল্যান্ডকে শতরানর নিচে ৯৩ রানে অলআউট করে ম্যাচ জিতেছিল ৬ উইকেটে। শেষ ম্যাচে গিয়ে বাংলাদেশ আবার ধরাশায়ী। দশম ম্যাচে এসে প্রথমবারের মতো কোনো দল আগে ব্যাট করে দেড়শ রান অতিক্রম করে। দলটি ছিল নিউ জিল্যান্ড। তারা ১৬১ রান করে বাংলাদেশকে আটকে রাখে ১৩৪ রানে। ম্যাচ জিতে ২৭ রানে। এ সবই টি-টোয়েন্টি ম্যাচের স্কোর।
টি-টোয়েন্টি রানের খেলা। কিন্তু শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেটে ম্যাচের পর ম্যাচ হয় লো-স্কোরিং। হারায় ম্যাচের আকষর্ণ। জন্ম দেয় বিতর্কের। অন্য দুই ফরম্যাটেও একই অবস্থা। মূলত স্লো আর টার্নিং উইকেট, কখনো কখনো সেখানে যোগ অসম বাউন্স, এ রকম উইকেট বানিয়ে অতিথিদের বরন করে হরন করে থাকে বাংলাদেশ। এ নিয়ে অতিথি দলগুলো অসন্তুষ্ট দেখায়। কিন্তু বাংলাদেশ নেয় ফায়দা। এবার সেটা এবার ফুটে উঠেছে বাংলাদেশের ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল। টানা দুই ম্যাচ জেতার পরও গায়ানার উইকেটের বাজে অবস্থা বুঝাতে গিয়ে তামিম ইকবাল এবার উদাহরণ হিসেবে মিরপুরের উইকেটকে সামনে নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘আমার মনে হয় এসব উইকেটে ব্যাটসম্যানদের বিচার করা ঠিক হবে না। খুবই কঠিন উইকেট। মিরপুরের চেয়ে বাজে উইকেট। এই উইকেটে আপনি কখন কোন বলে আউট হয়ে যাবেন আপনি নিজেই জানবেননা। এটার প্রতিচ্ছবি দেখা যায় দুইটা ম্যাচে ১০০ অর ১৫০ রানের ইনিংসে। তাই এই জায়গায় আমি কাউকে বিচার করতে চাইনা। যতোক্ষন ব্যাটিং করতে পারে, ভালো।’
এমপি/এএস