অনেক সময় হার থেকেও শিক্ষা পাওয়া যায়: মইন আলি
টি-টোয়েন্টি সিরিজ হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটাও পরাজয় দিয়ে শুরু করেছে স্বাগতিক ইংল্যান্ড। ভারতীয় পেসারদের বিধ্বংসী বোলিংয়ে কুপোকাত হয়ে মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায় ইংলিশরা। আর তাদের ছুড়ে দেওয়া এই টার্গেট খুব সহজেই টপকে যায় ভারত। দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের ১১৪ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। এমন পরাজয়ের পরও দলকে নিয়ে চিন্তিত নন ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি। এ স্পিনিং অলরাউন্ডার মনে করেন, কখনও কখনও হেরে গেলেও সেখান থেকে অনেক শিক্ষা পাওয়া যায়।
মইন আলির ভাষ্য, ‘আমরা কিছু ম্যাচ হেরেছি। যা আমাদের জন্য ভালো। সামনেই বিশ্বকাপ, আশা করি আমরা জিততে থাকবো। এমন নয় যে এখন আমরা সব জিততে চাই না। তবে অনেক সময় হার থেকেও বেশি শিক্ষা পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘জস (বাটলার) একজন দুর্দান্ত অধিনায়ক। মরগ্যানের অনুপস্থিতিতে সে কয়েক ম্যাচে নেতৃত্ব দিয়েছে। তবে সব ফরম্যাটের একসঙ্গে দায়িত্ব পালন সহজ হবে না। নতুন অধিনায়ক হিসেবে সবাই চায় জয় দিয়ে শুরু করতে। তবে সে জানে এখনও অনেক পথ বাকি এবং দল অনেক দূর যাবে।’
এসআইএইচ