সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
ক্রিকেট খেলায় টস ভাগ্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় টস জয় খেলার অর্ধেক এডভান্টেজ এনে দেয়। এবারের উইন্ডিজ সফরে প্রথম চার ম্যাচের একটিতেও বাংলাদেশ টস জিততে পারেনি। এই চার ম্যাচের তিনটিতেই বাংলাদেশ হেরেছিল। অপর ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। না হলেও এই ম্যাচেও বাংলাদেশের হার অবধারিত ছিল। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ গিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো টস জিতেছিল। কিন্তু ম্যাচ ভাগ্য বদলাতে পারেনি। এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশ আবার টস জিতে। এবার বদলে যায় ম্যাচ ভাগ্য।
সফরে প্রথমবারের মতো বাংলাদেশ ম্যাচ জিতে ছয় উইকেটে। ফলে এগিয়ে যায় তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে। টস জেতার ধারাবাহিকতায় বাংলাদেশ আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও টস জিতেছে। এরপর নিয়েছে ফিল্ডিং। সেরা একাদশে আনা হয়েছে একটি পরিবর্তন। ব্যাটিং লাইন সমৃদ্ধ করতে তাসকিনকে বাদ দিয়ে মোসাদ্দেককে দলে নেয়া হয়েছে। ফলে সেরা একাদশে পেসার দুই জন, স্পিনার তিনজন। আজকের ম্যাচ জিতলেই সিরিজ বাংলাদেশের পকেটে ডুকবে। কিছুটা হলেও দূর হবে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের চরসম ব্যর্থতা। সেই সঙ্গে উইন্ডিজের বিপক্ষে টানা দশম জয়ও পাবে বাংলাদেশ।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দেখা যায় বাংলাদেশ প্রথম ম্যাচ জেতার পর সিরিজ হারের সংখ্যা খুবই নগন্য। হেরেছে মাত্র তিনটিতে। জয়ের পাল্লা খুবই ভারি ২৫টি। সব মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ সিরিজ জিতেছে ৩০টি। আজ জিতলে হবে ৩১টি। না জিততে পারলে বাড়বে অপেক্ষা। শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে এই গায়ানারই প্রভিডেন্স স্টেডিয়ামে ১৬ জুলাই।
বাংলাদেশ সেরা একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত মাহমুদউল্লাহ, আাফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
এমপি