ওয়ানডে সিরিজের আগেও বৃষ্টির বাধায় তামিমরা
হতাশার চাদরে মোড়া বাংলাদেশের এবারের উইন্ডিজ সফর। সর্বত্রেই হারের ধ্বনি! নেই কোনো সুসংবাদ। টেস্ট সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজও গচ্ছা গেছে। বাকি আছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শুরু হবে আগামীকাল রবিবার (১০ জুলাই)। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এই একটি জায়গাতেই আছে সেরা অবস্থানে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে পাত্তাই পায়নি কিন্তু ওয়ানডে সিরিজ ঠিকই জিতে এসেছে। এবার উইন্ডিজ থেকে একই ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু কাল এই সিরিজ শুরু হলেও এখনও বাংলাদেশ দল পুরোপুরি গা গরমের অনুশীলনের শুরু করতে পারেনি। এখানে রয়ে গেছে বিশাল এক ঘাটতি।
এবারের উইন্ডিজ সফরে বাংলাদেশ শুরু করেছিল স্বস্ত্বিতেই। এই স্বস্ত্বি ছিল আবহাওয়ার ঝামেলা না থাকা। টেস্ট সিরিজ নির্বিঘ্নে পার করলেও টি-টোয়েন্টি সিরিজ থেকে শুরু হয় আবহাওয়ার বিরূপ আচরণ। সেন্ট লুসিয়া থেকে ডিমোনিকায় সমুদ্রযাত্রা ভয়ংকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে শুরু বিরূপ আবহাওয়ার মোকবেলা করা। এই মোকাবেলা এখনও অব্যাহত আছে। আবহাওয়ার কারণে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ভেসে গিয়েছিল। পরের দুইটিতে বাগড়া না দিলেও শেষ ম্যাচ শুরু হতে বিলম্ব হয়েছিল। বৃষ্টির এই উৎপাত অব্যাহত আছে তিন ম্যাচের ওয়োনডে সিরিজকে সামনে রেখেও। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। কিন্তু বৃষ্টির কারণে বাংলাদেশ দল সেভাবে অনুশীলনই করতে পারেনি।
টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের সামনে অনুশীলনের সুযোগ ছিল দুই দিন। কিন্তু প্রথম দিন শুক্রবার বৃষ্টির কারণে বাংলাদেশ দল অনুশীলনই শুরু করতে পারেনি। মাত্র কয়েকটি বল খেলার পরই বৃষ্টির কারণে নেট অনুশীলন বাদ দিতে হয়েছিল তামিম ইকবাল বাহিনীকে। এভাবে অনুশীলন করতে না পারার কারণে কিছুটা আক্ষেপও ঝরেছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কন্ঠে। তিনি বলেন, অনুশীলন নিয়ে সন্তুষ্ট হওয়ার কোনও কারণই নেই। ৭-৮-৯ দিন হয়ে গেছে ব্যাটিং করতে পারিনি। আজ (গতকাল) একটা সুযোগ ছিল। কিন্তু দুই বল খেলে অনুশীলন শেষ হয়ে গেছে। আজ উইন্ডিজে ঈদ। আছে বাংলাদেশ দলের আরেকটি অনুশীলনের সূচি। বৃষ্টি এসে বাগড়া না দিলে আজকের সময়টাকে অনুশীলনের কাজে লাগাতে চান তামিম ইকবাল। যদি কোনো কারণে তাও সম্ভব না হয় সেক্ষেত্রে মানসিক প্রস্তুতিই হবে মূল।
তামিম ইকবাল বলেন, মনে রাখতে হবে এই সংস্করণ নিয়ে আমরা গর্বিত। এই সংস্করণে আমরা খুব ভালো দল। তবে যতই ভালো খেলি না কেন নির্দিষ্ট দিনে ঠিক কাজটা করতে পারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি ১০ জুলাই (আগামীকাল) আমরা ওয়ানডে সিরিজে ভালো শুরু করব। এই একটা সংস্করণে আমরা খুব স্বস্তিতে থাকি।
এদিকে এই সিরিজ শুরু হবে সফরের একবারে শেষদিকে। একদিকে থাকে সফরের ক্লান্তি, সেখানে আছে আবার হারের পাহাড় সমান বোঝা। সব মিলিয়ে তামিম ইকবাল বলেন, একটা সিরিজে যখন আপনি ম্যাচ জিতছেন না তখন কাজটা সবসময়ই কঠিন। টেস্ট, টি-টোয়েন্টিতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। এমন নয় যে যারা টেস্ট বা টি-টোয়েন্টিতে ছিল তারা চেষ্টা করেনি, অবশ্যই চেষ্টা করেছে। আবার এটাও সত্যি যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি।
এমপি/এসআইএইচ