১০ জনকে ফ্রি কাতার বিশ্বকাপে নিয়ে যাবে বার্জার
বার্জার থেকে ১০ জন ভাগ্যবান ক্রেতা বা তার পরিবারের একজন সদস্য পাবেন ‘ফিফা বিশ্বকাপ ২০২২’র সব সুবিধা। নির্বাচিত ম্যাচগুলোর টিকিট, থাকা-খাওয়ার সুবিধা ও বিমান ভাড়া-সবই দেবে বিশ্বখ্যাত এই রং প্রস্তুত ও বাজারজাত কোম্পানি। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের অসাধারণ, অবিশ্বাস্য উদ্যোগটি মানে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা কাতার বিশ্বকাপে বাংলাদেশের মানুষকে স্টেডিয়ামগুলোতে বসে বিনা খরচে বিশ্বসেরা তারকাদের খেলাগুলো দেখার সুযোগগুলো তৈরি করে দিতে এবং ফুটবলকে আরো জনপ্রিয় করতে বিজ্ঞাপনে অংশগ্রহণ করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও। তিনি আছেন বার্জারের সঙ্গে, কাতার বিশ্বকাপে। ফেইসবুকের লিংক হলো-www.facebook.com/bergerbd/videos/488796749681161.
‘ফিফা বিশ্বকাপ ২০২২’ উদযাপন ও দেশজুড়ে ফুটবলকে জনপ্রিয় করতে ‘উৎসবের রঙ বিশ্বকাপে’ নামের বিশেষ এই প্রচারাভিযানটি শুরু করেছে আজ থেকে রং সলিউশন ‘বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)’। চলবে ১০ আগস্ট টানা ৩৩ দিন পর্যন্ত।
প্রচার, ফুটবল উন্নয়ন ও খেলা দেখার জন্য মোটে ১০ হাজার টাকার পণ্যসামগ্রী কিনতে বা সংশ্লিষ্ট সেবা নিতে হবে। সাতজন পণ্য কিনে ও তিনজন সেবা নিয়ে কাতার বিশ্বকাপে সমতার ভিত্তিতে যাবেন বলে জানিয়েছেন তারা। চাইলে বার্জার বাংলাদেশের ২৪ ঘন্টার ফ্রি হট লাইন নম্বরে কল বা ফোন করতে অনুরোধ করেছেন। সেটি হলো ০৮০০০-১২৩৪৫৬। এখানেও যেকোনো ক্রেতা বা সুযোগটি নিতে আগ্রহী যেকোনো বয়সের মানুষ-ছেলে ও মেয়ে বিস্তারিত জানতে পারবেন। বার্জার বলেছে, যেকোনো বয়সের, যেকোনো লিঙ্গের, যেকোনো মানুষকে বাজার লটারিগুলোর অন্তর্ভুক্ত করা হবে।
১০ আগস্ট থেকে কাউন্ট ডাউন শুরু হবে।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বিক্রয় ও বিপনন বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মহসিন হাবিব চৌধুরী জানিয়েছেন, ‘ফলাফল ঘোষণার পর ২০২৩ সালের জুন মাস পর্যন্ত আপনাদের পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। ১০ বিজয়ীকে নিবাচিত ম্যাচগুলোর জন্য বিমান ভাড়া, টিকিট, তাদের সবার থাকা-খাওয়ার ব্যবস্থা করব আমরা। ম্যাচগুলোর কোনো অবস্থাতেই হস্তান্তরযোগ্য নয়।’
বিজয়ীদের নাম,ঠিকানা বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেইসবুক পেইজসহ অন্যান্য সামাজিক গণমাধ্যমেও ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। বিজয়ীদের সঙ্গে বার্জারের কল সেন্টার থেকে যোগাযোগ করা হবে, তিনি বলেছেন। ফলে প্রতিটি ক্রেতাকে কাতার বিশ্বকাপের সব সুবিধা বিনা খরচে পাওয়ার পণ্যাদি বা সেবাগুলো ক্রয়ের রশিদ সংরক্ষণ করতে অনুরোধ করেছেন মহসিন হাবিব চৌধুরী। বলেছেন, ‘যারা নিজেদের বাড়ি, ঘর নতুনরূপে দেখতে চান, তারা এখনই বাস্তবায়নের পরিকল্পনা করে ফেলুন।’
ওএস।