জিম্বাবুয়ে সফরে যাবেন না সাকিব
এটা এখন অনেকটা নিয়মেই পরিণত হয়েছে যে বাংলাদেশের যেকোনো সফরে কোনো না কোনো ফরম্যাটে সাকিব আল হাসান খেলবেন না। এক সময় তার টেস্ট না খেলার প্রতি আগ্রহ ছিল ব্যাপক। অনেক কাঠ-খড় পুড়িয়ে অবশেষে সাকিব টেস্ট খেলার বিষয়ে নিজের অবস্থান থেকে সরে এসেছেন। নিয়মিত খেলবেন। কারণ তিনি যে অধিনায়ক। কিন্তু টেস্ট দলের অধিনায়ক হলে কী হবে? তিনি তো আর বাকি দুই ফরম্যাটের অধিনায়ক নন। তাই সেসব ফরম্যাটে এখন তার না খেলা বদঅভ্যাস এসে ভর করেছে।
উইন্ডিজ সফরে সাকিব ওয়ানডে ম্যাচ না খেলার বিষয়টি বিসিবিকে অবগত করেছেন। তারপরও নির্বাচকরা তাকে ওয়ানডে দলে রেখেছেন। কিন্তু সাকিব খেলবেন, কি খেলবেন না তা এখনো ধুয়াশাচ্ছন্ন! তবে বিসিবির পক্ষ থেকে ধরেই নেওয়া হয়েছে যে তিনি ওয়ানডে সিরিজ খেলবেন না। যে কারণে তাইজুল ইসলামকে উইন্ডিজ সফরে রেখে দেওয়া হয়েছে। কিন্তু ওয়ানডে দলে তাইজুলকে অর্ন্তভুক্ত করা হবে সাকিবের সিদ্ধান্তের উপর। এদিকে উইন্ডিজ থেকে ফিরে এসেই বাংলাদেশ দল চলে যাবে জিম্বাবুয়ে। সেখানে খেলবে তিনটি করে ওয়ানেড ও টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু জিম্বাবুয়ে সফরে সাকিব যাবেন না। তিনি ছুটির জন্য আবেদন করেছিলেন। তার সেই আবেদন বিসিবি মঞ্জুরও করেছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) মিরপুরে তা জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘সাকিব যাচ্ছে না, এটা আমাদের আগেই জানিয়েছে। এ জন্যই আজ নির্বাচকদের সাথে আমরা বসেছিলাম।’
জিম্বাবুয়ে সফরে সাকিব না গেলেও দলের অন্য সব সিনিয়র ক্রিকেটাররা যাবেন বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘তারা (নির্বাচকরা) একটা দল চূড়ান্ত করছে। সিনিয়র খেলোয়াড়ের বেশিরভাগই এভেইলেবল। তারা সবাই খেলতে চায়। সিনিয়র মানে যারা খেলে সবাই-ই তো সিনিয়র, কয়েকজন ছাড়া এখন তো সিনিয়ররাই খেলছে। তারা জানিয়েছে তারা এভেইলেবল।’
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ওয়ানডে সিরিজ আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ নয়। তা না হলেও এই সিরিজকে যথেষ্ট গুরুত্ব সহকারে বাংলাদেশ নিচ্ছে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘জিম্বাবুয়েতে পূর্ণ শক্তির দল যাবে। হয়তো পয়েন্টের খেলা না, চ্যাম্পিয়নশিপ বা সুপার লিগ না। কিন্তু সিরিজটি গুরুত্বপূর্ণ। এজন্য আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আমরা যাতে ভালো পারফরম্যান্স করতে পারি। অনেকে বলছিল দ্বিতীয় সারির দল। দ্বিতীয় সারির দল যাচ্ছে না, আমরা শক্ত বাংলাদেশ দল পাঠাতে চাই।’
এমপি/এসজি/