তামিমের অনুপস্থিতিতে মাহমুদউল্লাহ চিন্তিত নন
২০২০ সালের ৯ মার্চের পর থেকে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে দূরে আছেন ওপেনার তামিম ইকবাল। তিনি না খেলার পর থেকেই উদ্বোধনী জুটির জরাজীর্ণ অবস্থা কাটছে না।
তামিমের অনুপস্থিতিতে বাংলাদেশ দল এখন পর্যন্ত ৩২ ম্যাচে ১০ জোড়া জুটি নামিয়েছে। নেই ফুলশয্যার বিছানা। সর্বত্রই হাহাকার। এ সময় একে একে জুটি বেঁধেছিলেন মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান। এমন কি সাকিব আল হাসানও ইনিংসের উদ্বোধন করেছে। কিন্তু কিছুতেই কিছু হয়নি।
এবার উইন্ডিজ সফরে প্রথম দুই ম্যাচে নতুন নতুন জুট দেখা গেছে। প্রথম ম্যাচে মুনিম-এনামুল, পরের ম্যাচে এনামুল-লিটন। আজকের ম্যাচেও যদি আবার সেখানে পরিবর্তন আসে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এই যে তামিম ইকবাল না খেলাতে উদ্বোধনী জুটিতে ছন্নছাড়া অবস্থা তাতে করে অধিনায়ক মাহমুদউল্লাহ চিন্তিত নন বলে জানান। তামিম ইকবালের না খেলাটাকে তার জন্য চিন্তার নয় বলে মনে করছেন।
বুধবার (৬ জুলাই) তিনি গায়ানাতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘চিন্তার বিষয় আমি ওভাবে দেখছি না। যারাই সুযোগ পাচ্ছে, টিম ম্যানেজমেনট ও আমরা চেষ্টা করব সঠিকভাবে সুযোগটা দিতে। যেন ওরা বিশ্বাস করতে পারে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপর। যে যখন সুযোগটা পাবে সে যেন সঠিকভাবে সুযোগ পায়। অন্তত ৩-৪ টা ম্যাচ সুযোগ পায়। তারপর কেউ যদি ওই জায়গাতে ক্লিক করতে না পারে তখন সম্ভবত আরেকজন অপশন আমরা দেখব। অন্তত এটা যেন আমরা নিশ্চিত করতে পারি যারাই সুযোগুলো পাচ্ছে যেন সঠিকভাবে সুযোগ পায়। তাহলে ওদের ভেতর ওই বিশ্বাসটা কাজ করবে যে আমার কাছে সুযোগ আছে। এখন এটা আমার উপর যে এটাকে আমি কিভাবে কাজে লাগাব।’
এমপি/আরএ/