মুক্তিযোদ্ধার জালে রহমতগঞ্জের গোল বন্যা
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্রাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়াম যেন প্রিমিয়ার লিগ ফুটবলে গোল বন্যার ভেন্যুতে পরিণত হয়েছে। আগের দিন আবাহনী লিমিটেড ও সাইফ স্পোর্টিং ক্লাবের ম্যাচে হয়েছিল ৬ গোল।
সাইফ স্পোর্টিং জিতেছিল ৪-২ গোলে। সোমবার (৪ জুলাই) হয়েছে ৮ গোলের ম্যাচ। যেখানে রহমতগঞ্জ গোল বন্যায় ভাসিয়েছে মুক্তিযোদ্ধা সংসদকে। জিতেছে ৭-১ গোলের ব্যবধানে। রহমতগঞ্জের হয়ে সানডে চিজোবা ও ফিলিপ আজাহ দুইটি করে এবং আল আমিন তোরে ও আশরাফুল একটি করে গোল করেন। মুক্তিযোদ্ধার পক্ষে একমাত্র গোলটি করেন ওবায়দুর।
এই জয়ে রহমতগঞ্জ ১৮ ম্যাচ ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নয়ে আছে। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা অবস্থান করছে অবনমন অঞ্চলে। তাদের অবস্থান এগারো। লিগের প্রথম পর্বে মুক্তিযোদ্ধা সংসদ জয়ী হয়েছিল ১-০ গোলে।
এই ম্যাচটি হওয়ার কথা ছিল রহমতগঞ্জের হোম ভেন্যু সিলেটে । কিন্তু বন্যার কারণে ভেন্যু পরিবর্তন করা হয়। কিন্তু মাঠের গোল বন্যা ঠিকই হয়েছে। ২৬ মিনিটে ফিলিপ আবাহর গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সানডে চিজুবা। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে ওবায়দুর গোল করে ব্যবধান কমিয়ে আনেন। এ সময় মনে হয়েছিল দ্বিতীয়ার্ধে খেলা দারুণভাবে জমে উঠবে। কিন্তু তার আর হয়নি। রহমতগঞ্জের উজ্জীবিত নৈপুণ্যের কাছে মুক্তিযোদ্ধা পাত্তাই পায়নি। একে একে গোল হজম করে পাঁচটি। ৬৯ মিনিটে আল আমিনের গোলে রহমতগঞ্জ ৩-১ গোলে এগিয়ে যায়। শেষ ১০ মিনিটে রহমতগঞ্জ ৪ গোল করে। ৮০ মিনিটে আশরাফুলে গোল করার পর ৮৯ মিনিটে সানডে চিজোবা পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান ৬-১। দ্বিতীয়ার্ধের খেলার যোগ করা অতিরিক্ত সময়ের ৩ মিনিটে ফিল্ডি নিজের দ্বিতীয় ও দলের শেষ গোল করেন।
রাজশাহী মুক্তিযোদ্ধা সংসদ স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে বাংলাদেশ পুলিশ আমিরউদ্দিন শরিফির পেনাল্টি থেকে করা একমাত্র গোলে পরাজিত করে স্বাধীসতা সংঘকে। স্বাধীনতা সংঘ আগের ম্যাচে হারিয়েছিল শক্তিশালী সেইফ স্পোর্টিং ক্লাবকে। ১৮ রাউন্ড শেষে পুলিশ ২৮ পয়েন্ট নিয়ে পাঁচে এবং ৯ পয়েন্ট নিয়ে সবার নিচে স্বাধীনতা সংঘ। ১৮ রাউন্ডে শেষে ৪৫ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বসুন্ধরা কিংস। ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী লিমিটেড।
এমপি্এমএমএ্