একাই লড়লেন সাকিব, এড়ানো গেল না হার
প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ গড়ে বড় সংগ্রহ। আর সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ব্যাটাররা খেই হারিয়ে ফেলে। তবে ব্যতিক্রম ছিলেন সাকিব। একাই লড়ে গেছেন শেষ পর্যন্ত। কিন্তু তার এই লড়াই শুধু ব্যবধান কমেছে, হার এড়াতে পারেনি বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ওই লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশের বোলাররাও নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ গড়ে বড় সংগ্রহ। ১৯৩ রান সংগ্রহ করে তারা। ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ওবেদ ম্যাকাইয়ের টানা দুই বলে সাজঘরে ফেরত যান দুই ওপেনার লিটন দাস ও এনামুল হক বিজয়। মিডল স্টাম্পে পড়া গুড লেন্থের বল ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান লিটন। ৪ বলে তার ব্যাট থেকে আসে ৫ রান।
লিটনের আউটের ঠিক পরের বলেই আউট হন এনামুল হক বিজয়ও। অফ স্টাম্পের অনেক বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে যান তিনি। ব্যাটে লেগে সেটি চলে আসে স্টাম্পে। ৪ বলে ৩ রান করেন বিজয়। এর কিছুক্ষণ পর সাজঘরে ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও।
টানা দুই বলে চার ও ছক্কা হাঁকিয়ে আশা দেখান তিনি। এরপর ৭ বলে ১১ রান করে স্মিথের বলে ম্যাকাইইয়ের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান তিনি। এরপর আফিফ হোসেনকে নিয়ে জুটি গড়েন সাকিব আল হাসান।
দুজন মিলে ৫৫ রানের জুটি করেন। স্কুপ করতে গিয়ে উইকেটের পেছনে নিকোলাস পুরানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান আফিফ। ইনিংসের প্রায় পুরোটা সময় ক্রিজে ছিলেন সাকিব আল হাসান। তার ব্যক্তিগত সংগ্রহটা বেশ মজবুত। ৫ চার ও ৩ ছক্কায় ৫২ বলে ৬৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। মোসাদ্দেক হোসেনকে নিয়ে শেষদিকে চেষ্টা করলেও তাতে কেবল রানের ব্যবধানই কমেছে। শুরু থেকে সাকিব পাল্লা দিতে পারেননি রান রেটের সঙ্গে।
তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে গেল ১–০তে। এর আগে বৃষ্টি শেষ হতে দেয়নি সিরিজের প্রথম টি–টোয়েন্টিটি। তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি ম্যাচ ৭ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে।
আরএ/