গোল বন্যার ম্যাচে শেখ রাসেলের জয়
ফুটবল গোলের খেলা। জয়ের জন্য একটি, দুইটি গোলই যথেষ্ট। কিন্তু সেখানে যদি হয় গোলের পর গোল, তখন খেলাটি হয়ে উঠে বেশ উপভোগ্য। বসুন্ধরা কিংস অ্যারেনায় এমনই উপভোগ্য ম্যাচ হয়েছে শেখ রাসেল ও উত্তরা বারিধারার মধ্যে। যেখানে শেষ হাসি হেসেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। তারা ৫-৩ গোলে জয়ী হয়েছে। এই জয়ে ১৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে আটে অবস্থান করছে শেখ রাসেল। উত্তরা বারিধারার পয়েন্ট ১৩। তাদের অবস্থান নয়ে।
দ্বিতীয় রাউন্ড থেকে শেখ রাসেল বদলে গেছে। তাদের সাফল্যের পাল্লায়ই ভারী। এরপরও আগের ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে তারা হেরেছিল ৩-২ গোলে। আজ (রবিবার) আবার ফিরেছে জয়ে। ১১ মিনিটে জুয়েলের গোলে এগিয়ে যায় শেখ রাসেল। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে শেখ রাসেলকে ২-০ গোলে এগিয়ে নেন নাসিরউদ্দিন। ৩৯ মিনিটে বারিধারার জুয়েল গোল করলে ব্যবধান কমে আসে ২-১ এ। কিন্তু প্রথমার্ধের শেষের দিকে ইসমাইল আকিনাদ গোল করে আবার ব্যবধান বাড়ান ৩-১।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ৪৮ মিনিটে আবার গোল পেয়ে যায় শেখ রাসেল। আকিনাদ নিজের দ্বিতীয় গোল করে দলকে ৪-১ গোলে এগিয়ে নেন। ৫২ মিনিটে রাব্বির গোলে শেখ রাসেল ৫-১ গোলে এগিয়ে যায়। পাঁচ গোল হজম করার পর উত্তরা বারিধারা গোলরক্ষক মামুনকে পরিবর্তন করে সাইফুলকে মাঠে নামায়। এরপর তারা আর কোনো গোল হজম করেনি। উল্টো একটি গোল পরিশোধ করে। ৬৩ মিনিটে মারুফ গোল করেন।
এদিকে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে। শেখ জামালের পক্ষে ২৯ ও ৭৮ মিনিটে দুটি গোলই করেন ওটাবেক। এই জয়ে শেখ জামালের পয়েন্ট ১৮ ম্যাচে ৩৩। সমান পয়েন্ট সাইফ স্পোর্টিংয়েরও। কিন্তু গোল গড়ে সাইফ তিনে, শেখ জামাল চারে। ২৬ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী পাঁচে।
এমপি/এসজি/