বাংলাদেশের সেরা একাদশে দুই পরিবর্তন
বৃষ্টির চোখ রাঙানি ছিল। সেন্ট লুসিয়া শুরু হওয়া সাইক্লোনের প্রভাব ডোমিনিকায়ও প্রভাব ফেলেছে। যে কারণে বাংলাদেশ দলের ডোমিনিকায় আসা একদিন পিছিয়ে যায়। আসার পরও বৃষ্টির কারণে অনুশীলনই করতে পারেনি বাংলাদেশ। উইকেট সমন্ধে নেওয়া সম্ভব হয়নি পূর্ব ধারনা। অথচ এই মাঠে খেলা হবে প্রায় পাঁচ বছর পর। তারপরও টস হেরে বাংলাদেশ ব্যাটিং করতে নামবে। চলতি বছর পর মার্চ মাসে আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর বাংলাদেশ আজ আবার খেলতে নামবে। সেই ম্যাচ বাংলাদেশ হেরেছিল আট উইকেটে। একদিকে হারের নোনা স্বাদ তারউপর আবার বাংলাদেশ লাগাতর ব্যর্থ এই ফরম্যাটে। নিজেদের মলিন ইতিহাস বদলে দিতে বাংলাদেশ শেষ টি-টোয়েন্টি ম্যাচের সেরা একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে।
ম্যাচ শুরুর আগে দুইটি পরিবর্তন এমনিতেই হয়েছিল। মুশফিকুর রহিম হজ করতে যাওয়ার কারণে এবং মোহাম্মদ নাঈম শেখ বাজে ফর্মের কারণে দলে নেই। ঘরোয়া ক্রিকেটে ভালো করে আবার জাতীয় দলে ফেরা এনামুল হক বিজয় টেস্টের পর টি-টোয়েন্টি ক্রিকেটেও সেরা একাদশে ফিরেছেন। তিনি সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালের ১৫ নভেম্বর মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে। এ সময় বাংলাদেশ ৭৯টি ম্যাচ খেলেছে। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২২ নভেম্বর তিন ম্যাচ সিরিজের সর্বশেষ ম্যাচ খেলার পর আবার ফিরেছেন নুরুল হাসান সোহান। বাংলাদেশ দল দুই পেসার নিয়ে খেলছে। তারা হলেন মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। স্পিনার হলেন সাকিব-নাসুম-শেখ মেহেদি। ব্যাটসম্যান সাতজন হলেন মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান।
বাংলাদেশ দল: মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়. লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
এমপি/এএস