রক্ষা পেলেন তামিম ইকবাল
ফেরিতে করে সেন্ট লুসিয়া থেকে আন্টলান্টিক মহাসাগর পাড়ি দিতে ডোমিনিকায় যেতে বাংলাদেশের ক্রিকেটারদের বিভীষিকাময় পরিস্থিরি মধ্য দিয়ে যেতে হয়েছে। একদিকে সাইক্লোরেনর জের, অপরদিকে আটলান্টিকের উত্তাল ঢেউ, দুই মিলে অনভিজ্ঞ বাংলাদেশের ক্রিকেটারদের দৃর্বিসহ অবস্থা পাড়ি দিতে হয়েছে। শরিফুল-নরুল হাসান সোহান বমি করতে করতে কাহিল হয়ে পড়েন। মাহমুদউল্লাহ রিয়াদসহ কয়েকজন ক্রিকেটারের অবস্থাও ছিল বেহাল। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ এ নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়াও দেখিয়েছেন। এর আগে বাংলাদেশ বেশ কয়েকবার উইন্ডিজ গিয়েছে। দ্বীপ রাষ্ট্রগুলোতে যাতায়াতের ব্যবস্থা এভাবে ফেরিতে যাওয়া নতুবা বিমানে। বাংলদেশ দল এর আগে কখনই ফেরিতে যাতায়াত করেনি। এবার এ রকম তীক্ত অভিজ্ঞতা আগেই আচ করতে পেরে এভাবে সাগর পাড়ি দিয়ে যেতে অনেকেরই আপত্তি ছিল। কিন্তু তাদের আপত্তিতে কোনো কাজ হয়নি। অগত্যা ফেরিতে যাত্রা করে বিভীষিকাময় পরিস্থিরি মুখে পড়তে হয়েছে দলের ক্রিকেটারদের। কিন্তু এ যাত্রায় বেঁচে গেছেন তামিম ইকবাল। তাকে এ রকম বিভীষিকাময় পরিস্থিতি মোকাবেলা করতে হয়নি। কারণ তিনি দলের সঙ্গে যাননি। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আপাতত ছুটিতে থাকার কারণে তামিম ইকবালের এই না যাওয়া। এ যাত্রায় রক্ষা পাওয়া।
তামিম ইকবাল সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২০ সালের ৯ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর থেকে তিনি কিছুটা অভিমানে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন। খেলেননি গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও। বর্তমানে আছেন ছয় মাসের ছুটিতে। এ সময় বাংলাদেশ ৩০টি ম্যাচ খেলেছে। তামিম এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৭৮টি। রান করেছন ১৭৫৮। নিয়মিত খেললে তার ম্যাচ খেলার সংখ্যা একশ ছাড়িয়ে যেতো। রানও দুই হাজার অতিক্রম করতো। উইন্ডিজ সফরে তিনি খেলবেন না আরো তিনটি ম্যাচ। এরপর আছে এশিয়া কাপ, নিউ জিল্যান্ডে তিন জাতির আসর এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়াতে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপেও তামিম ইকবালের খেলা নিয়ে আছে ধুয়াশা।
এমপি/এএস