চার দিনের প্রস্তুতি ম্যাচের প্রথমদিন বাংলাদেশ টাইগার্সের দাপট
বিসিবির হাই পারফ্যান্স (এইচপি) টিম আগে থেকে থাকলেও বাংলাদেশ টাইগার্স নতুন করে সৃষ্টি বিসিবির। দুই দলই অনুশীলন করছে অনেক দিন থেকে।
এবার তারা পরস্পরের বিপক্ষে মুখোমুখি হয়েছে চার দিনের ম্যাচে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বেকায়দায় আছে এইচপি। বৃষ্টি বিঘ্নিত প্রথমদিন শেষে তাদের সগ্রংহ ৬ উইকেটে ১৭৬ রান। খেলা হয়েছে ৫৩ ওভার।
জাকির হাসান বাংলাদেশ টাইগার্সের এবং আকবর আলী এইচপির নেতৃত্ব দিচ্ছে। জাকির হাসান টস জিতে বোলারদের হাতে বল তুলে দেওয়ার পার পুরো ফায়দাই তুলে নিয়েছেন।
এইচপির শুরুটা মন্দ ছিল না। উদ্বোধনী জুটিতে মাহফিজুল ইসলাম ও তানজিদ হাসান তামিম ৪৬ রান এনে দেন। এ সময় হাসান মাহমুদ জোড়া আঘাত হানলে শুরুর গতিতে ভাটা পড়ে এইচপির। হাসান মাহমুদ এই ওভারে তানজিদ (১১) ও অমিত হাসানকে (০) ফিরিয়ে দেন। এরপর মাহফিজুল ও শাহদাত হাল ধরে এগুনোতে থাকেন। এবার নাঈম হাসান জোড়া আঘাত হানতে না পারলেও ৮ রানের ব্যবধানে ফিরিয়ে দেন শাহদাত (২১) ও তৌহিদ হৃদয়কে (৭)। এক প্রান্তে যখন উইকেট পড়ছিল, তখন অপরপ্রান্তে মাহফিজুল এগুচ্ছিলেন হাফ সেঞ্চুরির দিকে। কিন্তু হাফঢ সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থাকতে তাকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। এ সময় এইচপির রান ছিল ৫ উইকেটে ১১৭। এরপর আইচ মোল্লা ও অধিনায়ক আকবর আলী মিলে হাল ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাদেরকে বেশি দূর যেতে দেননি আবু জায়েদ রাহী। তিনি ২৯ রানে ফিরিয়ে দেন আইচ মোল্লাকে। আর কোনো উইকেটের পতন না দিয়ে আকবর আলী ও মৃত্যুঞ্জয় চক্রবর্তী দিনের বাকি সময় পার করে দেন। আকবর আলী ১৪ ও মৃতুঞ্জয় ৩০ রানে অপরাজিত। হাসান মাহমুদ ২৯ রানে ৩টি ও নাঈম হাসান ৩৬ রানে নেন ২টি করে উইকেট।
এমপি/এমএমএ/