টি-টোয়েন্টি দলে তাসকিন-মিরাজ
উইন্ডিজে এবারের সফরে বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলছে। নির্বাচকরা তিন ফরম্যাটের জন্য একই সঙ্গে দলও ঘোষণা করেছিলেন। যেখানে টি-টোয়েন্টি দল ছিল ১৫ জনের। কিন্তু সিরিজ শুরু হওয়ার আগেই সেই দল নেমে আসে ১২ জনে। একে একে ইনজুরিতে পড়েন প্রথমে পেসার শহীদুল ইসলাম। এরপর প্রথম টেস্ট শুরুর আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে ব্যাক ইনজুরিতে পড়েন ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী রাব্বি। এদিকে পুরোপুরি ফিট না হওয়ায় অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন আর উইন্ডিজেই উড়াল দেননি। ২ জুলাই ডোমিনিকায় শুরু হবে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ। তার আগে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তিনজনের শূন্যস্থান পূরণ করতে নেওয়া হয়েছে দুইজনকে- মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। এই দুইজনই টেস্ট ও ওয়ানডে দলে আছেন। যে কারণে টেস্ট সিরিজ শেষ হলেও তারা দলের সঙ্গে থেকে গিয়েছিলেন।
তাসকিন আহমেদ টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত মুখ হলেও মিরাজ ছিলেন অনিয়মিত। সর্বশেষ তিনি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ১৮ সালের ডিসেম্বরে মিরপুরে এ উইন্ডিজের বিপক্ষেই। বাংলাদেশ হেরেছিল ৫০ রানে। মিরাজ বল হাতে দুই ওভার বোলিং করে ২৬ রান দিয়ে কোনো উইকেট পাননি। ব্যাট হাতে একটি করে চার ও ছক্কা মেরে ১৯ বলে ১৯ রান করে আউট হয়েছিলেন। এখন পর্যন্ত তিনি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১৩টি। রান করেছেন ৯০, উইকেট পেয়েছেন চারটি।
২০১৪ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের পর তাসকিন আহমেদ এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৩৩টি। উইকেট নিয়েছেন ২৩টি। সর্বশেষ ম্যাচ খেলেছিলেন গত বছর নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে। এরপর বাংলাদেশ দল আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ,তাসকিন আহমেদ।
এমপি/এসএন