টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ
বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজের দল ঘোষণা, বড়সড় পরিবর্তন
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের ভিন্ন ভিন্ন স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দুই দল মিলে বাদ পড়া খেলোয়াড়ের সংখ্যাই বেশি। ১০ জনের জায়গায় নেওয়া হয়েছে ছয়জনকে। ইতিমধ্যে টেস্ট সিরিজ জিতে মানষিকভাবে এগিয়ে রয়েছেন ক্যারিবীয়রা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন কাইরন পোলার্ড, ফাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, রস্টোন চেজ, শেলডন কটরেক, জেসন হোল্ডার ও শাই হোপ। তাদের পরিবর্তে দলে ঢুকেছেন ওবেদ ম্যাকয়, শামার ব্রুকস, আলজারি জোসেফ, কেমো পল ও ডেভন থমাস। এদিকে অবসর নিয়েছেন কাইরন পোলার্ড। অপরদিকে বিশ্রামে রয়েছেন জেসন হোল্ডার। ফলে এই দুই হার্ড-হিটারকে চার-ছক্কার এ ফরম্যাটে পাওয়া যাচ্ছে না।
এদিকে কুড়ি ওভারের সিরিজে না থাকলেও ৫০ ওভারের খেলায় জায়গা করে নিয়েছেন গুদাকেশ মোতি। অপরদিকে এ ফরম্যাটের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি এনক্রুমাহ বোনার, শারমন লুইস ও হেইডেন ওয়ালশ জুনিয়র।
আগামী ২ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়ে চলবে ৭ জুলাই পর্যন্ত। ৩ জুলাই ডমিনিকায় সিরিজের দ্বিতীয় ম্যাচ এবং ৭ জুলাই গায়ানায় শেষ ম্যাচটি অনু্ষ্ঠিত হবে। আর ওয়ানডে সিরিজের ৩টি ম্যাচ যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে গায়ানায়।
টি-টোয়েন্টি স্কোয়াড
নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, ওবেদ ম্যাকয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র ও ডমিনিক ড্রেকস (রিজার্ভ)।
ওয়ানডে স্কোয়াড
নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, শামার ব্রুকস, কিসি কার্টি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি, কেমো পল, অ্যান্ডারসন ফিলিপ, রভম্যান পাওয়েল, জেডন সিলস ও রোমারিও শেফার্ড (রিজার্ভ)।
এসআইএইচ