বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে প্রস্তুতি হিসেবে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে নিউজিল্যান্ড। বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে এই ত্রিদেশীয় সিরিজ।
মঙ্গলবার (২৮ জুন) আনুষ্ঠানিকভাবে ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডের আমন্ত্রণে আগেই সম্মতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাকিস্তানের সিরিজ থাকায় তারা সূচি নিশ্চিত হওয়ার অপেক্ষায় ছিল। সূচি নিশ্চিত হওয়ার পর ত্রিদেশীয় সিরিজ অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী ৭ অক্টোবর থেকে শুরু হবে এই ত্রিদেশীয় সিরিজ। প্রথম দিন পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ৯টায় শুরু হবে। এরপর ৯ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।
বাংলাদেশ প্রথম পর্বের তৃতীয় ম্যাচটি খেলবে ১১ অক্টোবর। প্রতিপক্ষ স্বাগতিক নিউজিল্যান্ড। ম্যাচটি সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। আর ১২ অক্টোবর মাহমুদউল্লাহ রিয়াদের দল লড়বে বাবর আজমের দলের বিপক্ষে। এই ম্যাচটিও সকাল ৯টায় শুরু হবে।
ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচ ক্রাইস্টচার্চের হাগলি ওভালে অনুষ্ঠিত হবে। দলগুলো একে অপরের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পয়েন্টের তালিকায় শীর্ষে থাকা দুই দল আগামী ১৪ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে।
ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি
বাংলাদেশ-পাকিস্তান, (৭ অক্টোবর, বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ৯টা)
নিউজিল্যান্ড-পাকিস্তান, (৮ অক্টোবর, বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর ১টা)
নিউজিল্যান্ড-বাংলাদেশ, (৯ অক্টোবর, বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর ১টা)
নিউজিল্যান্ড-পাকিস্তান, (১০ অক্টোবর, বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ৯টা)
নিউজিল্যান্ড-বাংলাদেশ, (১১ অক্টোবর, বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ৯টা)
বাংলাদেশ-পাকিস্তান, (১২ অক্টোবর, বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ৯টা)
ফাইনাল, (১৪ অক্টোবর, বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ৯টা)
এসজি/