টেস্ট বাঁচাতে বাংলাদেশের পাশে বৃষ্টি!
ক্রিকেটের আজন্ম শত্রু বৃষ্টি। এই বৃষ্টি আবার কাউকে হাসায়, কাউকে কাঁদায়। বৃষ্টি যেমন নিশ্চিত জেতা ম্যাচ কেড়ে নেয়,তেমনি হারতে থাকা দলকে বাঁচিয়েও দেয়। বিশ্ব ক্রিকেটে এমন নজির আছে অনেক। আবার রঙিণ পোষাকের ক্রিকেটে নিশ্চিত জেতা ম্যাচও হেরে যাওয়ার নজির আছে বৃষ্টি আইনের খপ্পরে পড়ে।
এবার বৃষ্টি এসে হানা দিয়েছে সেন্ট লুসিয়া বাংলাদেশ-উইন্ডিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন। ম্যাচের পরিস্থিতি যা, তাতে উইন্ডিজের জয় পাওয়া শুধুই সময়ের ব্যাপার। ৪ উইকেট হাতে নিয়ে বাংলাদেশ ইনিংস হারা এড়াতে লড়ছে। করতে হবে আরো ৪২ রান। ক্রিজে আছেন নুরুল হাসান সোহান ১৬ ও মেহেদি হাসান মিরাজ ০ রানে।
এই জুটি যতোক্ষন টিকে থাকবে, ততোক্ষন বাংলাদেশের সংগ্রহ বাড়তে থাকবে। কারণ এরপর বাকি তিন ব্যাটসম্যান হলেন শরিফুল, এবাদত ও খালেদ। যাদের উপর এক বলের বেশি আস্থা রাখা যায় না। এরপর এরা যা করবেন, তা হবে শুধুই বোনাস। কিন্তু বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা যথাসময়ে শুরু করা সম্ভব হয়নি। সকাল থকেই মুষল ধারে বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে।
এদিকে আবহাওয়ার যে পূর্বাভাস তা যদি সত্যি হয়ে থাকে, তাহলে এই টেস্টে বাংলাদেশ বাঁচাতেও পারে! উইন্ডিজের আবাহাওয়ার পূর্বাভাসে আছে আজ ও আগামীকাল সারাদিনই বৃষ্টির সম্ভাবনা আছে। আর তাই যদি হয়েই যায়,তাহলে বাংলাদেশকে এই টেস্টে হারানোর সাধ্য কার?
বৃষ্টির উৎপাত তৃতীয় দিন থেকেই শুরু হয়েছিল। সকালের সেশনে মাত্র ১০ ওভার খেলা হয়েছিল। এরপর চা বিরতির আগে আবার বৃষ্টি আসলে আম্পায়ার আগেই চা বিরতি দিয়ে দেন। পরে আবার এই বৃষ্টির কারণে দিনের খেলাও শেষ হয় আগে। সারাদিনে খেলা হয়েছিল মাত্র ৫৬.৩ ওভার। যে কারণে আজকের খেলা আধ ঘন্টা আগে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই বৃষ্টির কারণে শুরুই করা সম্ভব হয়নি।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের যে রকম যথারীতি ব্যাটিং ধস শুরু হয়েছিল, তাতে করে এই বৃষ্টি না আসলে তৃতীয় দিনই খেলা শেষ হয়ে যেতো। বৃষ্টি খেলাকে চতুর্থ দিন নিয়ে যাওয়ার পর এখন বাংলাদেশকে টেস্ট বাঁচানোরও সম্ভাবনা তৈরি করে দিচ্ছে? আপাতত লাঞ্চের আগে খেলা শুরু হওয়ার সম্ভাবনা কম।
এমপি/এএজেড