ছয় বছর পর শেখ জামালকে হারালো মোহামেডান
লিগের প্রথম পর্বে একমাত্র অপরাজিত থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব আবারো হেরেছে। এবার তারা হেরেছে ঐতিহ্যবাহী মোহামেডানের কাছে ১-৩ গোলে। এই হারে শেখ জামাল তৃতীয় স্থান হারিয়েছে। ১৭ ম্যাচে তাদরে পয়েন্ট ৩০। এক ম্যাচ কম খেলে এবং গোল গড়ে তিনে উঠে এসেছে সাইফ স্পোর্টিং ক্লাব। মোহামেডান ২৫ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠস্থানে।
শেখ জামালের বিপক্ষে মোহামেডানের এই জয় ছিল প্রায় ছয় বছর পর। সর্বশেষ ২০১৬ সালের ১৪ অক্টোবর তারা প্রিমিয়ার লিগ ফুটবলে সবুজের দেয়া একমাত্র গোলে হারিয়েছিল শেখ জামালকে। এরপর প্রিমিয়ার লিগসহ বিভিন্ন আসর মিলিয়ে ১২ ম্যাচে মুখোমুখি হলেও মোহামেডান জয় পায়নি।
দ্বিতীয় পর্ব থেকে দুই দলই খেলছে নতুন কোচ নিয়ে। শেখ জামাল দ্বিতীয় পর্ব থেকে আফুসির তত্ত্বাবধানে খেলছে। যেখানে তার ৬ ম্যাচের তিনটিতেই হার। অপরদিকে মোহামেডানের কোচের দায়িত্ব পালন করছেন ক্লাবের সাবেক ফুটবলার নুরুর ইসলাম মানিক। দায়িত্ব নেয়ার পর তার প্রথম ম্যাচ ছিল আবাহনীর বিপক্ষে। সেই ম্যাচে হার দিয়ে শুরু করতে হয়েছিল মানিককে।
হেরেছিলেন ৪-২ গোলে। এবার পেলেন জয়। মোহামেডানের হোম ভেন্যু কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে মোহামেডানের হয়ে অধিনায়ক সুলেমানে দিয়াবাতে দুইটি ও মোরসালিন একটি গোল করেন। শেখ জামালের গোলটি ছিল আত্মঘাতি। মোহামেডানের অধিনায়ক সুলেমানে দিয়াবাতে নিজের জালে নিজেই গোল করেন।
মোহামেডান প্রথম গোল পায় খেলার ৩৪ মিনিটে। মোরসালিনের অসাধারণ গোলে এগিয়ে যায় মোহামেডান। ডান প্রান্ত থেকে সাদেকের ক্রম থেকে চমৎকার ভলি শটে নিশাান ভেদ করেন তিনি। মোহামেডানের হয়ে এটি ছিল তার দ্বিতীয় ম্যাচ। এরপরের দুইটি গোল ছিল পেনাল্টি থেকে। দুইটিই করেন অধিনায়ক সুলেমানে দিয়াবাতে। তবে তিনি নিজ দলের হয়ে দুই গোল করার আগে নিজের জালেই বল ঠেলে দিয়ে খেলায় সমতা নিয়ে আসেন ৩৯ মিনিটে।
এরপর সুলেমানে নিজের প্রথম গোল করেন ৪৩ মিনিটে। দিয়াবাতের সঙ্গে বল দখলের লড়াইয়ে শেখ জামালের রায়হানের হাতে বল লাগলে রেফারি পেনাল্টি নির্দেশ দেন। তারপর পেনাল্টি থেকে দিয়াবাতে গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নেন। প্রথমার্ধে মোহামেডান ২-১ গোলেই এগিয়ে ছিল। মোহামেডানের হয়ে তৃতীয় ও শেষ গোল হয় ৮৩মিনিটে। এবার ফরহাদের ক্রস শেখ জামালের আরিফুলের হাতে লাগলে রেফারি আবারো পেনাল্টি বাঁশি বাজান। এবারো সুলেমানে দিয়াবাতে নিশানা ভেদ করেন।
এমপি/এএজেড