আবার বাংলাদেশের কাঁপুনি ব্যাটিং!
ফেইলার অব দ্যা পিলার অব সাকসেস। কিন্তু বাংলাদেশ দলের সাকসেস হওয়ার জন্য আর কতো ব্যর্থ হতে হবে? ব্যাটসম্যানরা ব্যর্থ হচ্ছেন। ব্যাখ্যা দিচ্ছেন। আউট হওয়ার ধরন নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। পরবর্তিতে শুধরে নেয়ার প্রতিশ্রুতিও দেয়া হচ্ছে। কিন্তু যেই লাউ সেই কদুই থেকে যাচ্ছে।
দ্বিতীয় দিনের খেলা শেষে কোচ রাসেল ডমিঙ্গো বাংলাদেশের টেস্ট ক্রিকেট খেলার সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন। ব্যাটম্যানদের নানাভাবে সমালোচনা করেছেন।
টেস্ট ক্রিকেট খেলা যে কঠিন তাও স্মরণ করিয়ে দিয়েছেন। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন ক্লাসের অবাধ্য ছাত্র। শিক্ষকের কথা শুনতে তাদের ঠেকা পড়েছে। তারা যেটা ভালো বুঝে সেটাই করে থাকে। যে কারণে ছাত্র হিসেবে তাদের অগ্রযাত্রায় উন্নতি থাকে না।
বাংলাদেশের ব্যাটসম্যানরাও কোচের কথা শুনতে যেন বাধ্য হন। টেস্ট ক্রিকেট খেলতে নামলেই কেমন যেন একটা তাড়া অনুভব করেন। যে তাড়া থেকে তারা পিচে বেশি সময় থাকতে চান না। ভুলেই যান তারা খেলছেন টেস্ট ক্রিকেট। যে কারণে বারবার ভুল খেলে ব্যর্থ হওয়ার পরও শিক্ষা নিতে তাদের অনীহা বা নিজেদের সংশোধন করতে আগ্রহী নন।
কী জবাব দেবেন তামিম ইকবাল তার আউট নিয়ে। ১৭৪ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে শুরু করতে না করেতই ৩ উইকেট নেই। রান মাত্র ৩২। ওভার খেলা হয়েছে মাত্র ৮.৫টি। এ সময় বৃষ্টি এসে যেন বাংলাদেশের রক্ষাকবচ হয়। আম্পায়াররাও চা বিরতি দিয়ে দেন। ইনিংস হার এড়াতে হলে বাংলাদেশকে এখনো করতে হবে ১৪২ রান।
রোচের করা ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বল অফ স্ট্যাম্পের অনেক বাইরে ছিল। তামিম ইকবাল চাইলেই অনায়েসেই ছেড়ে দিতে পারতেন। এতে করে তার জীবন রক্ষা হতো। বাংলাদেশও বিপদ এড়াতে পারতো। কিন্তু তিনি খেলতে গিয়ে উইকেটের পেছনে ডি সিলভার হাতে ক্যাচ দেন মাত্র ৪ রানে।
এই রোচ প্রথম ইনিংসে কোন উইকেট পাননি। না পাওয়ার ফলে তার ২৫০ উইকেট পূর্ণ হয়নি। এবার তামিমম তাকে উপহার দিলেন মাইলফলকের উইকেট।
আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় রোচের ওভারে পরপর দুই বলে বাউন্ডারি মেরে মনে করেছিলেন পাড়া মহল্লার বোলার। কিন্তু পরে বলেই আর গতি সামাল দিতে পারেননি। এক্সটা বাউন্স ছিল। রক্ষণ খেলতে গিয়ে তৃতীয় স্লিপে ব্লাকউড তালুবন্দি করেন।
রোচ পরের ওভারে এনামুল হক বিজয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। ৮ বছর টেস্ট ক্রিকেটে ফেরা এনামুল হক বিজয় প্রথম ইনিংসে ২৩ রান করলেও এবার মাত্র ৪ রান করেন। নিজেকে বাঁচাতে রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। তিনি আউট হওয়ার পরপরই বৃষ্টি আসলে আম্পায়াররা চা বিরতি দিয়ে মাঠ ছেড়ে চলে যান।
এমপি/এমএসপি