বাংলাদেশের উইকেট পাওয়ার মিশনে বৃষ্টির আঘাত!
উইন্ডিজের রানের পাগলা ঘোড়ার লাগাম টেনে ঠিকই ধরেছিলেন বাংলাদেশের বোলারার। তৃতীয় দিনের খেলা শুরু হতেই ৪ ওভারের মাঝে ২ উইকেট তুলে নিয়ে দ্রুতই অলআউট করার সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন। কিন্তু ক্রিকেটের চির শত্রু বৃষ্টি এসে সেখানে বাগড়া দিলে স্তিমিত হয়ে যায় বাংলাদেশের বোলারদের উইকেট পাওয়ার মিশন। বৃষ্টির আগ পর্যন্ত উইন্ডিজের রান ছিল ৭ উইকেটে ৩৭৬। ৩ উইকেট হাতে নিয়ে তারা এগিয়ে আছে ১৪২ রানে। সেঞ্চুরিয়ান মায়ার্স ১৪০ ও কেমার রোচ ৭ রানে অপরাজিত। উইন্ডিজের আজকের দুইটি উইকেট নেন মিরাজ ও খালেদ। দুই জনেরই ইনিংসে এটি ছিল তৃতীয় শিকার। বৃষ্টি না থামলে আম্পায়াররা লাঞ্চ বিরতি দেন।
উইন্ডিজের উদ্বোধনী জুটিতে ক্যাম্পেবেল ও ব্রেথওয়েট ১০০ ও পঞ্চম উইকেটচ জুটিতে ব্লাকউড ও মায়ার্স ১১৬ রানের জুটি গড়ার পর ষষ্ঠ উইকেট জুটিতে মায়ার্স ও জসুয়া ডি সিলভা মিলে আরেকটি শতরানের জুটি উপহার দেয়ার পথেই ছিলেন। আগের দিনই তারা ৯২ রান যোগ করেছিলেন। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই উইকেটে থিতু হয়ে যাওয়া ডি সিলভাকে মিরাজ এলবিডব্লিউর ফাঁদে ফেলে বেশি দূর যেতে দেননি। আগের দিনের রানের সঙ্গে ডি সিলভা আজ আর মাত্র ১ রান যোগ করতে পেরেছিলেন। আলজারি জোসেফ এসে মায়ার্সকে সঙ্গ দেয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে থামিয়ে দেন খালেদ। উইকেটের পেছনে লিটন দাস ক্যাচ ধরলে ৬ রানে ফিরে যান জোসেফ। এ সময় বাংলাদেশ দারুণভাবে খেলায় ফিরে আসে। কিন্তু বৃষ্টি এসে তাদের সেই অগ্রযাত্রা থামিয়ে দেয়। বৃষ্টির আগ পর্যন্ত ১০ ওভার খেলে উইন্ডিজ ৩৬ রান যোগ করে ২ উইকেট হারিয়ে।
এমপি/এএস