পদ্মা সেতুর উদ্বোধনে বিসিবির আয়োজন
অনেক চড়াই-উতরাই পেরিয়ে স্বপ্নের পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, বাস্তব। এটি দৃশ্যমান। বাংলার বুকে বুক চিতিয়ে বিশ্বকে জানান দিচ্ছে প্রবল খরস্রোতা পদ্মা নদীতে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হচ্ছে রবিবার। মহা ধুমধাম আর ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৫ জুন) সকাল মুন্সিগঞ্জের মাওয়া এলাকায় গর্বের এই সেতুর উদ্বোধন করেন।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শুধু মাওয়া আর জাজিরা এলাকা উৎসবে পরিণত হয়নি। গোটা বাংলাদেশে নেওয়া হয়েছিল ব্যাপক আয়োজন। দেশের সর্বস্তরের মানুষ যার যার মতো করে শামিল হয়েছিলেন এই সব আয়োজন। এই সব আয়োজনে পিছিয়ে ছিল না ক্রীড়াঙ্গনও। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে ধনী বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আয়োজন করে শামিল হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম হয়ে উঠেছিল এক টুকরো পদ্মা সেতু।
পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে কয়েকদিন আগে থেকেই হোম অব ক্রিকেটকে সাজানো হয়েছিল আলোর মিছিলে। আজ জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠান। মাওয়া এলাকায় উদ্বোধনী আয়োজন শেষে বিসিবির পক্ষ থেকে বিশাল এক কেক কাটা হয়। এ সময় উপস্থিথ ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, পরিচালক মাহবুব আনাম, ইফতেখার রহমান মিঠু, ফাহিম সিনহা, খালেদ মাহমুদ সুজন, ডা. ইসমাইল হায়দার মল্লিক, ওবদে আর নিজাম, প্রধান নির্বাহী নিজামউদ্দি চৌধুরী সুজন, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক, বাংলাদেশ টাইগার্স ও হাইফরম্যান্স ইউনিটে থাকা ক্রিকেটারদের মাঝে মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, সৌম্য সরকার, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আমিনুল ইসলাম বিপ্লব, আবু হায়দার রনিসহ আরও অনেকে। এ সময় বিশেষ মোনাজাত করা হয়। এতিমখানায় খাবার পরিবেশন করা হয়। জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় উইন্ডিজ থেকে পাঠানো সাকিব ও তামিমের পদ্মা সেতু নিয়ে দেওয়া ভিডিও বার্তাও।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পরে সাংবাদিকদের সঙ্গে পদ্মা সেতুৃ নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন।
তিনি বলেন, ‘স্বপ্ন সব মানুষেরই থাকে। আমাদেরও ছিল। কিন্তু আমরা সেই স্বপ্ন নিয়ে ঘুমিয়ে ছিলাম না। কিছু স্বপ্ন আছে, যা বাস্তবায়নের জন্য মানুষ ঘুমাতে পারে না। এ নিয়ে সব সময় ভাবে। অনেকে আবার এই সব স্বপ্ন দেখতেও পারে না। এর জন্য সাহস আর মানমানসিকতা থাকা দরকার। সবার আবার এ সব থাকে না।
এমন একটি স্বপ্ন দেখছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সে স্বপ্ন ছিল বাঙালি জাতি মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধু কন্যা ঠিক তেমনি একটি স্বপ্ন দেখেছিলেন দক্ষিণাঞ্চলের মানুষের মুক্তির সংগ্রাম। এই মুক্তির সংগ্রাম ছিল পদ্মা সেতু নির্মাণ, যোগ করেন তিনি।
এমপি/এমএমএ/