বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

দারুণ সূচনার পরও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা

ঘুরে-ফিরে সেই একই দৃশ্য। যথারীতি সেই ব্যাটিং ব্যর্থতার পূনরাবৃত্তি। ৬৪.২ ওভারে মাত্র ২৩৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। অ্যান্টিগা টেস্টে বাজেভাবে হারের পর সেন্ট লুসিয়া টেস্টে ভালো করার যে প্রত্যয় ছিল বাংলাদেশের, তা কুয়াচ্ছন্ন হয়ে গেল। প্রথম দিনই ব্যাকফুটে বাংলাদেশ। এখন যদি বোলাররা আবার প্রথম ইনিংসের মতো গর্জে উঠতে পারেন, তাহলে বাংলাদেশের খেলায় ফিরে আসার সম্ভাবনা থাকবে!

বাংলাদেশ যে এভাবে এতো রানে গুটিয়ে যাবে তা কিন্তু ইনিংসের শুরু দেখে বুঝা যায়নি। তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ৪১ রানের জুটির পর দুই উইকেট হারিয়ে ৭৭ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যাওয়া বাংলাদেশ দলের বড় ইনিংস গড়ার ভীত গড়া শুরু হয়েছিল। কিন্তু লাঞ্চের পর মড়ক লাগা শুরু হলে, সেই ভীত কেঁপে উঠে। দ্বিতীয় সেশনে চারটি ও শেষ সেশনের প্রথম ঘন্টায় বাকি চার উইকেট হারিয়ে বাংলাদেশ অলআউট হয় ২৩৪ রানে। এক পর্যায়ে দলের রান ছিল দুই উইকেটে ১০৫। সেখানে বাকি আট উইকেট হারিয়ে করে মাত্র ১২৯ রান। লিটন দাস ৭০ বলে আট চারে ৫৩ রান করেন। এটি ছিল তার ক্যারিয়ারের চৌদ্দতম হাফ সেঞ্চুরি। নবম উইকটে জুটিতে এবাদত ও শরিফুল ৩৬ রান যোগ করলে বাংলাদেশের সংগ্রহ দুইশ অতিক্রম করে। এবাদত অপরাজিত ২১ শরিফুল ২৬ রান করেন। এ ছাড়া তামিম ইকবাল ৪৬, নাজমুল হোসেন ২৬ ও এনামুল হক ২৩ রান করেন।

সেন্ট লুসিয়া টেস্ট শুরুর আগে অধিনায়ক সাকিবের ভাবনার কারণ ছিল প্রথম সেশন। যে কারণে তিনি মনে চেয়েছিলেন টস জিতে ফিল্ডিং নিতে। যাতে করে ওয়েস্ট ইন্ডিজের পেসব্যাটারির সামনে পড়ে নাকানু-চুবানি খেতে নায় মনোবল তলানিতে থাকা দলের ব্যাটসম্যানদের। কিন্তু সাকিব টস জিততে না পারলে তার সে পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি। কিন্তু তার ভাবনা দূর করে দিয়েছিলেন দুই ওপেনারসহ টপ অর্ডারের ব্যাটসম্যানরা। দুই ওপেনার মাহমুদুল (১০) ও তামিম ইকবালের (৪৬) উইকেট হারিয়ে বাংলাদেশ স্বস্তিতেই লাঞ্চ বিরতিতে গিয়েছিল। কিন্তু বিধিবাম। চা বিরতির পর সেখানে নেমে আসে আকাশ কালো করে মেঘ। যে মেঘ বৃষ্টিতে পরিণত হয়ে ভাসিয়ে নিয়েছে বাংলাদেশের টপ অর্ডারের চার ব্যাটসম্যান নাজমুল (২৬), এনামুল (২৩), সাকিব (৮) ও নুরুল হাসান সোহানকে (৭)। চা বিরতির পর সেই বৃষ্টির পানি বন্যায় রূপ নিলে একে একে ভেসে যান মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, শরিফুল ও খালেদ।

চা বিরতির পরপরই মেহেদি হাসান মিরাজ মাত্র ৯ রান করে মায়ার্সের বলে অতিরিক্ত ফিল্ডার থমাসের হাতে ধরা পড়ে বিদায় নেযার পর লিটন দাস এবাদতকে নিয়ে এগুতে থাকনে। টেল এন্ডারের শেষ তিন ব্যাটসম্যানের উপর ভরসা না থাকাতে লিটন দাস কিছুটা আক্রমণাত্বক হয় উঠেন। ৬৬ বলে আট চারে ক্যারিয়ারের চৌদ্দতম হাফ সেঞ্চুরি তুলে নেন। হাফ সেঞ্চুরিও পূর্ণ করেন বাউন্ডারিতে। আউটও হন আক্রমণাত্বক হয়ে জোসেফের বলে পুল করতে গিয়ে টাইমিংয়ের গড়বড় করে। পয়েন্টে সহজেই ক্যাচ ধরেন বদলি ফিল্ডার থমাস।

লিটন আউট হওয়ার পর বাংলাদেশের উইকেট তিনটি বাকি থাকলেও সেগুলোতে কোনো ভরসা ছিল না। কারণ এবাদত, শরিফুল আর খালেদ যখন-তখন আউট হওয়ার মতো ব্যাটসম্যান। কিন্তু সেখানেই চমক দেখান এবাদত ও শরিফুল। দুই জনে নবম উইকেট জুটিতে মারমুখি ব্যাটিং করে ৪.৫ ওভারে ৩৬ রান যোগ করেন। শরিফুল ১৭ বরে ৫ বাউন্ডারিতে ২৬ রান করে সিলসের দ্বিতীয় শিকার হন ব্লাকউডের হাতে ক্যাচ দিয়ে। সিলস(১) পরে খালেদকেও আউট করেন বনারের হাতে ক্যাচ দিয়ে।

বাংলাদেশের ইনিংসের সব কটি উইকেটই নিয়েছেন উইন্ডিজের পেসাররা। তারা সেরা একাদশে পাঁচ পেসার নিয়ে খেলতে নেমেছে। প্রথম টেস্টে খেলা একমাত্র স্পিনার গুদাকেশ মোটিকে পরিবর্তন করে অ্যান্ডারসন ফিলিপের অভিষেক ঘটায়। ফিলিপ নেন দুই উইকেট। তিনটি করে উইকেট নেন জোসেফ ও সিলস। দুইটি উইকেট নেন আরেক সেপার কাইল মায়ার্সও। অবাক করার মতো ছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য সাক্ষাৎ যমদূত হয়ে উঠা কেমার রোচ কোনো উইকেটই নিতে পারেননি। পূর্ন করতে পারেননি ২৫০ উইকেট। তার প্রয়োজন ছিল মাত্র এক উইকেটের।

এমপি/এএস

Header Ad
Header Ad

একযোগে পুলিশের ঊর্ধ্বতন ৫৩ জন কর্মকর্তাকে রদবদল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে ৫৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ১৯ জন অতিরিক্ত ডিআইজি, ৩৩ জন পুলিশ সুপার এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন।

এর আগে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) ১০৪ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতি দেওয়া হয়, যার মধ্যে দুইজন ভূতাপেক্ষভাবে পদোন্নতি পেয়েছেন।

বদলি হওয়া কর্মকর্তাদের বিস্তারিত তালিকা দেখতে ক্লিক করুন:
তালিকা-১ |  তালিকা-২

Header Ad
Header Ad

‘টাকা-পয়সা-গয়না কেড়ে নেওয়াতে দুঃখ পাইনি, কিন্তু ধর্ষণের মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি’

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বড়াইগ্রামে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত ধর্ষণের সংবাদ সম্পূর্ণ মিথ্যা দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী নারী। তিনি বলেছেন, তাঁর সঙ্গে এ ব্যাপারে কেউ কথা বলেননি, অথচ তার নামে ভিত্তিহীন খবর ছড়ানো হয়েছে। এই গুজব তাঁকে সামাজিকভাবে হেয় করেছে এবং মানসিকভাবে ভেঙে দিয়েছে।

গতকাল বুধবার ভুক্তভোগী নারী বলেন, ‘আমার টাকা-পয়সা–গয়না কেড়ে নেওয়াতে দুঃখ পাইনি, কিন্তু ধর্ষণের মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি। আমার সমাজের কাছে মুখ দেখানো কঠিন হয়ে গেছে। আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে সন্দেহের চোখে দেখছে। এমন পরিস্থিতিতে আমি কীভাবে সমাজে টিকে থাকব?’

ওই নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি সড়ক দুর্ঘটনায় পা ভেঙে শয্যাশায়ী, অথচ মিডিয়ায় বলা হয়েছে, বাস ডাকাতির সময় তাঁর স্বামী সঙ্গে ছিলেন এবং তাঁকে মারধর করা হয়েছে। তিনি বলেন, ‘বাস্তবে আমার স্বামী এক বছর ধরে বিছানায় পড়ে আছে। অথচ মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। এটা কি ন্যায়সঙ্গত?’

নিজের জীবনসংগ্রামের কথা জানিয়ে তিনি বলেন, স্বামী অসুস্থ থাকায় সংসারের খরচ চালাতে গান করেন ও কীর্তন করেন। বড় বোনের স্বামীও লিভার ক্যানসারে মারা গেছেন, তাই পরিবার চালানোর জন্য তাঁর গানই একমাত্র সম্বল। তিনি বলেন, ‘আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের সম্মানটাই সবচেয়ে বড়। এখন যদি সেটাই না থাকে, তাহলে বেঁচে থাকার আর কী মানে থাকে?’

১৭ ফেব্রুয়ারি টাঙ্গাইলের বড়াইগ্রামে চলন্ত বাসে ডাকাতির ঘটনার বর্ণনা দিয়ে ওই নারী জানান, ডাকাতেরা বাসে উঠে সকল যাত্রীর টাকা-পয়সা ও গয়না ছিনিয়ে নেয়। তাঁর হাতে থাকা সিটি গোল্ডের চুড়ি ছিনিয়ে নেওয়ার সময় তিনি চিৎকার করেন ও কান্নাকাটি করেন। কিন্তু গণমাধ্যম এই ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি স্পষ্ট করে বলেন, ‘আমার জানা মতে, কেউ ধর্ষণের শিকার হয়নি। মেয়েদের ওপর নির্যাতন হয়েছে, তল্লাশি করা হয়েছে, কিন্তু ধর্ষণ হয়নি। অথচ মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এখন সবাই বলছে, মিডিয়ায় এসেছে মানে কিছু তো ঘটেছে! কিন্তু আমার কথার কি কোনো মূল্য নেই? যারা আমার সঙ্গে বাসে ছিল, তারা তো জানে আসল ঘটনা। তবুও সবাই মিডিয়ার মিথ্যা খবরকেই সত্য বলে ধরে নিচ্ছে!’

সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘একজন নারীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে কি না, তা যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করবেন না। আগে সত্যিটা জেনে নিন। মিডিয়ার উচিত নারীর সম্মানহানিকর ভুল তথ্য প্রচার না করা।’

এই বিভ্রান্তিকর সংবাদের কারণে ওই নারী চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন। তিনি চান, সমাজ তাঁকে ভুল না বোঝে এবং সবাই তাঁর পাশে দাঁড়ায়।

Header Ad
Header Ad

বৈষম্যবিরোধীদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’, নেতৃত্বে যারা

বৈষম্যবিরোধীদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র ও নাগরিকদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দলটির নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম, যিনি তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি একদফা আন্দোলনের ঘোষক এবং জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ সমন্বয়ক হিসেবে পরিচিত।

দলের সদস্য সচিব পদে দায়িত্ব পালন করবেন আখতার হোসেন, যিনি ঢাকসুর সাবেক নেতা এবং গণতান্ত্রিক ছাত্রশক্তির সাবেক আহ্বায়ক। উল্লেখ্য, এই ছাত্র সংগঠনের মহাসচিব ছিলেন নাহিদ ইসলামও।

জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক হিসেবে থাকবেন নাসীরুদ্দীন পাটওয়ারী, যিনি বর্তমানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে মনোনীত করা হয়েছে।

দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে একটি জমায়েতের মাধ্যমে হবে। প্রথমে ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হবে, যেখানে অন্তত ১১০ জন সদস্য আসবেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে। কমিটিতে যোগ দেবেন কয়েকজন পেশাজীবীও।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

একযোগে পুলিশের ঊর্ধ্বতন ৫৩ জন কর্মকর্তাকে রদবদল
‘টাকা-পয়সা-গয়না কেড়ে নেওয়াতে দুঃখ পাইনি, কিন্তু ধর্ষণের মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি’
বৈষম্যবিরোধীদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’, নেতৃত্বে যারা
নিরাপদ পানি পাওয়া নাগরিকের মৌলিক অধিকার: হাইকোর্টের ঐতিহাসিক রায়
সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’: বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪৩ জন
বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
বেক্সিমকোর শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু ৯ মার্চ, সরকারের ব্যয় ৫২৫ কোটি টাকা
চা দোকানির ছেলে হলেন বিচারক
টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঝরে গেল চালকের প্রাণ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২৭১ পদে বিশাল নিয়োগ
বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে আগ্রহী ঢাকা: প্রধান উপদেষ্টা
কোন বয়সী পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হন নারীরা?
এসএসসি পাসে পুলিশে চাকরি, আবেদন ফি ৪০ টাকা
সেনাবাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ দায়িত্বপালনে প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান
দেশ ও জাতির স্বার্থে সকলকে একযোগে কাজ করতে হবে: খালেদা জিয়া
নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না: মির্জা ফখরুল  
প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পেতে লাগবে ৫ বছরের অভিজ্ঞতা
অবশেষে ৬ শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরাইল  
চবি ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিল স্থানীয় জনতা
তারেক রহমানের নাম উচ্চারণে ওজু করা নিয়ে বক্তব্যে বুলুর দুঃখ প্রকাশ