পরিবার নিয়ে পদ্মা সেতু দেখতে যাবেন তালহা জুবায়ের
ফরিদপুরের ছেলে তালহা জুবায়ের। জাতীয় দলে খুব বেশি দিন স্থায়ী হতে পারেননি। পরিংসখ্যান বলে তিনি টেস্ট খেলেছেন সাতটি। উইকেট ১৪টি। ওয়ানডে খেলার সংখ্যা একটি কম। উইকেট ছয়টি। আর্ন্তজাতিক ক্রিকেটের স্বাদ প্রথম পেয়েছেন টেস্ট ক্রিকেট খেলে। ২০০২ সালে শ্রীলঙ্কা সফরে তিনি প্রথম টেস্ট খেলেছিলেন কলম্বোতে। ২১ ওভার বোলিং করে আত্তাপত্তু ও মাহেলা জয়াবর্ধনের উইকেট দুইটি পেয়েছিলেন। এর মাঝে জয়াবর্ধনেকে কোনো রান করতে দেননি। শেষ ম্যাচ খেলেছিলেন ২০০৪ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে। ১৯ ওভার বোলিং করে কোনো উইকেট নিতে পারেননি। ওয়ানডেতে অভিষেক হয়েছিল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ২০০২ সালে কলম্বোতে নিউ জিল্যান্ডের বিপক্ষে। ৫ ওভারে ৪৬ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি। শেষ ম্যাচ খেলেছিলেন পরের বছর ব্লুফন্টেইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবারও উইকেট শূন্য থাকেন ২ ওভারে ২৪ রান দিয়ে।
পদ্মা সেতুর কারণে ব্যাপক পরিচিতি পাওয়া ভাঙ্গা ফরিদপুর জেলার এ সন্তান এমন একটি নেতু নির্মাণ হওয়াতে এলাকার ছেলে হিসেবে অনেক গর্ববোধ করছেন তালহা জুবায়ের।
ঢাকাপ্রকাশ-কে তিনি বলেন, ‘ বাঙ্গালি হিসেবে আমাদের গর্বের ব্যাপার। আমি ফরিদপুরের, পদ্মা সেতু হওয়াতে তাই আমার যাওয়া অসেক সহজ হয়ে যাবে। ঈদের সময় যেতে হলে ফেরির জন্য অনেক অপেক্ষা করতে হতো। জ্যাম্প থাকতো। তাই এখন যেটা হচ্ছে রাস্তাটা চমৎকার। ওভারঅল খুবই এক্সাইটেড। ২৫ তারিখে উদ্বোধন হতে যাচ্ছে। আমরা সবাই দেশবাসী মুখিয়ে আছি কবে ২৫ তারিখ আসবে। আমি খুবই গর্বিত।’
তালহা জুবায়ের পরিবার নিয়ে গর্বের পদ্মা সেতু দেখতে যাওয়ার পরিকল্পনা করেছেন। কিন্তু তা এখনই সম্ভব হচ্ছে না। এর কারণে হচ্ছে বিসিবিতে হাইপারফরম্যান্স ইউনিটে কোচিং করানো। তিনি বলেন, ‘প্লান করেছি ফ্যামিলি নিয়ে যাবো ইনশাল্লাহ। অনুশীলনের কারণে হয়তো এখন ঢাকা থেকে যেতে পারছি না। যখনই সুযোগ পাবো ইনশাল্লাহ চলে যাবো।’
এমপি/এএস