সাকিবের ভাবনায় প্রথম দুই ঘণ্টা, একাদশে পরিবর্তনের আভাস
দেশ এখন পদ্মাসেতু মুখী। আগামীকাল শনিবার (২৫ জুন) উদ্বোধন হবে স্বপ্নের পদ্মা সেতু। উৎসবমুখর পরিবেশ। জাঁকজমকপূর্ণ আয়োজন। পদ্মা সেতু বলে কথা। নানা প্রতিকূলতা আর চড়াই উতরাই পেরিয়ে তবে আসছে ২৫ জুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের এ পদ্মা সেতুর উদ্বোধন করবেন। এ আয়োজনে বাড়তি মাত্রা যোগ হতে পারত যদি পদ্মা সেতুর নামে নামকরণ হওয়া বাংলাদেশ-উইন্ডিজ সিরিজে বাংলাদেশ দল ভালো করতে পারত। কিন্তু সেখানে ঘোর অমানিশা।
প্রথম টেস্ট হেরেছে বাজেভাবে। পদ্মা সেতুর উদ্বোধনের দিন বাংলাদেশ দল থাকে মাঠে। থাকবে সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিন। সেখানে কী পদ্মা সেতুর বর্ণিল আয়োজনে বাতাসে ভেসে ভেসে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামেও বিচ্ছুরিত হবে? না কি ঘোর অমানিশায় অন্ধকারচ্ছন্ন হয়েই থাকবে? অন্ধকার কেউ চান না। আলোকের ঝর্ণা ধারায় ভেসে যাবে অন্ধকার। জ্বলবে মঙ্গল প্রদীপ।
অধিনায়ক সাকিবও তেমনটি আশা করছেন। সেন্ট লুসিয়ায় তিনি ভালো করার জন্য প্রথম দুই ঘণ্টা বা প্রথম সেশনকে খুবই গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘আমরা শুধু ফোকাস করতে পারি কালকের ম্যাচের প্রথম দুই ঘণ্টায়। তখন আমরা ব্যাটিং করি বা বোলিং, আমাদের ভালো করতে হবে। এরপর ম্যাচের অবস্থা অনুযায়ী খেলা যাবে। তবে আমাদের প্রথম দুই ঘণ্টা ভালোভাবে শুরু করার চেষ্টা করতে হবে।’
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ হেরেছিল ব্যাটিং ব্যর্থতার জালে আটকা পড়ে সাত উইকেটে। জয়-পরাজয় খেলারই অংশ। কিন্তু বাংলাদেশ দল যেভাবে হেরেছে কিংবা তারও আগে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকায় নাকানি-চুবানি খেয়েছে, তাতে করে এক-একটি হার দলের মনোবলের উপর খুব বেশি আঘাত করে দুর্বল করে দেয়। যেখানে থেকে ফিরে আসা খুবই কঠিন। তারপরও সেই কঠিনেরেই জয় করতে হয় এবং বাংলাদেশ দলকে করতে হবে!
সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশ দলের যে ব্যর্থতা, তা শুধুমাত্র ব্যাটসম্যানদের ভালো করতে না পারার মহামারি। মাউন্ট মঙ্গানুই টেস্টের পর চলছে লাগাতার ব্যাটিং ব্যর্থতার বাজে প্রদশর্নী। যেখানে থেকে উত্তোরণের উপায় খুঁজে পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। তারপরও চেষ্টা করতে হবে। সেই চেষ্টা থেকেই এই টেস্টের সেরা একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন সাকিব।
তিনি বলেন, ‘আমাদের মাথায়ও কিছু (পরিবর্তনের) চিন্তা-ভাবনা আছে। আজকের (বৃহস্পতিবারের ) ট্রেনিং শেষ হলে আমরা বসে একটা মিটিং করে টিম ডিসাইড করব। আমাদের ইচ্ছা আছে সবাইকে জানিয়ে দেওয়ার যাতে সবাই জানে যে কারা খেলছে আর কারা খেলছে না।‘
টপ অর্ডারে ধারাবাহিক ব্যর্থ দুই ব্যাটসম্যান নাজমুল ও মুমিনুলের যেকোনো একজন বাদ যাবেন। সম্ভাবনা বেশি নাজমুলের। অপরদিকে দেশ থেকে জরুরি ভিত্তিতে উড়িয়ে নেওয়া পেসার শরিফুলের সম্ভাবনা আছে খেলার। সে ক্ষেত্রে বিশ্রামে যেতে পারেন মোস্তাফিজ।
এমপি/এসএন