সাত গোলের রোমাঞ্চে সাইফ স্পোর্টিংয়ের জয়
প্রিমিয়ার বিভাগ ফুটবল লিগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ৪-৩ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। দিনের অপর ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে একমাত্র গোলে জয় পায় মুক্তিযোদ্ধা সংসদ।
কুমিল্লার ধীরন্দ্রেনাথ দত্ত স্টেডিয়ামে সাইফ স্পোটিংয়ের জয় ছিল ইনজুরি টাইমের গোলে। এর আগে ৩-৩ গোলের সমতায় দুইবার সাইফ স্পোর্টিং ও একবার চট্টগ্রাম আবাহনী এগিয়ে ছিল। ৪৩ মিনিটে এমেকার গোলে সাইফ স্পোটিং এগিয়ে যায়। প্রথমার্ধে এই এক গোলেই এগিয়ে ছিল সাইফ স্পোর্টিং।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ৫৭ মিনিটে ওমমিদ পপালজির গোলে ম্যাচে সমতা আসে। এর ৮ মিনিট পর অগাস্টিনের গোলে চট্টগ্রাম আবাহনী এগিয়ে যায়। ৭২ ও ৭৪ মিনিটে ফাহিমের দুই গোলে সাইফ স্পোর্টিং গোল পরিশোধ করে এগিয়ে যায় আবার। সেই গোল পরিশোধ করে খেলায় আবার সমতা আনে চট্টগ্রাম আবাহনী ৮৭ মিনিটে থ্যাঙ্কগডের গোলে। এরপর খেলায় গড়ায় ইনজুরি টাইমে। যখন রেফারির শেষ বাঁশি বাজার অপেক্ষায় তখনই ম্যাচের বন্ধ্যাত্বা গোচান সাইফ স্পোর্টিওয়ের বাইসেঙ্গে। এই জয়ে সাইফ স্পোর্টিং ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পাঁচে চট্টগ্রাম আবাহনী।
এদিকেত রাজশাহী মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা দুই দলের ম্যাচে মুক্তিযোদ্ধার পক্ষে একমাত্র গোলটি করেন ৪২ মিনিটে ওবায়দুর রহমান নওয়াব। এই জয়ে মুক্তিযোদ্ধা সংসদ আপাতত রেলিগেশন এলাকা এড়াতে পেরেছে। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ১১। তারা আছে দশম স্থানে। ৬ পয়েন্ট নিয়ে সবার নিচে লিগের প্রখম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারানো স্বাধীনতা সংঘ।
এমপি/