সাইফউদ্দিনের কপাল মন্দ, যাওয়া হচ্ছে না উইন্ডিজ
মাঠে ফেরার জন্য উন্মুখ হয়ে ছিলেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। অনুশীলনে ঘাম ঝরাচ্ছিলেন। অপেক্ষায় ছিলেন উইন্ডিজগামী বিমানে চড়ায়। সূচি ছিল আগামীকাল। কিন্তু তার আগে সাইফউদ্দিনের আকাশে নেমে আসে কালো মেঘ। ইনজুরি থেকে পুরোপুরি ফিট না হওয়াতে তাকে খেলার ব্যাপারে চূড়ান্ত ছাড়পত্র দেয়নি বিসিবির মেডিকেল বিভাগ। যে কারণে তার আর উইন্ডিজে যাওয়া হচ্ছে না। সাইফউদ্দিন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ছিলেন।
মোহাম্মদ সাইফউদ্দিন সর্বশেষ আর্ন্তজাতিক ম্যাচ খেলেছিলে ২০২১ সালের ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ইনজুরির সঙ্গে তার বসত। সুস্থ হয়ে তিনি আবাহনীর হয়ে প্রিমিয়ার বিভাগ লিগে খেলেন। তারপর তাকে রাখা হয় উইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে। তার এই ডাক পাওয়া ছিল প্রায় ৮ মাস পর। সুযোগ পেয়ে তিনিও নিজেকে আবার প্রমাণ করার জন্য মুখিয়ে ছিলেন। কিন্তু তার সে ইচ্ছে আর পূরণ হচ্ছে না। বোলিং করতে গেলে ব্যাথা অনুভব করেন। শেষ মুহূর্তে তাকে আনফিট ঘোষণা করে বিসিবির মেডিকেল বিভাগ। যদিও বিসিবির পক্ষ থেকে এখনো এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে সেই ঘোষণা হবে শুধুই আনুষ্ঠানিকতা মাত্র।
২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে টি-টোয়েন্টি ক্রিকেটে দিয়ে সাইফউদ্দিনের আর্ন্তজাতিক ক্রিকেটে পথ চলা শুয়। এরপর একই বছর তিনি ওয়ানডে ক্রিকেটেও পথচলা শুরু করেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এখন পর্যন্ত ৫ বছরের ক্যারিয়ারের তিনি এখন পর্যন্ত ওয়ানেড ও টি-টোয়েন্টি খেলেছেন সমান ২৯টি করে। উইকেট পেয়েছেন যথাক্রমে ৪২ ও ৩১টি।
সাইফউদ্দিন এখনো উইন্ডিজ সফর করা হয়নি। এবার খেলার জন্য বেশ মুখিয়ে ছিলেন। রোমাঞ্চিত ছিলেন। নিজেকে প্রস্তুত করছিলেন ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে। যা তিনি কয়েকদিন আগে মিরপুরে সাংবাদিকদের বলেছিলেন। কিন্তু সবই এখন স্বপ্ন। তার মাঠে ফেরার অপেক্ষার পালা বেড়ে গেলো।
এদিকে মোহাম্মদ সাইফউদ্দিনের আগে ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছেন তিন ফরম্যাটেরই দলে থাাক ইয়াসির আলী চৌধুরী রাব্বি। এই দুই জন ইনজুরিতে পড়ে ছিটকে যাওয়াতে উইন্ডিজ সফরে টি-টোয়েন্টি দলে নেমে এসে ১৫ জন থেকে ১৩ জনে। এই দুই জনের পরিবর্তে এখনো নির্বাচকরা কারো নাম ঘোষণা করেননি।
এমপি