ছয় গোলের ম্যাচে মোহামেডানকে হারাল আবাহনী
কেউ কী জানেন এক সময় দেশ তোলপাড় করা আবাহনী ও মোহামেডানের ম্যাচ ছিল আজ! জরিপ করলে ‘না’ জবাব আসবে বেশি। হ্যাঁ এই দুই দলের ম্যাচ আজ অনেকটা নিরবেই অনুষ্ঠিত হয়ে গেছে রাজধানীর বাইরে কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম। স্থানীয় দর্শক উপস্থিতিও ছিল খুবই কম। যেখানে নিজেদের ভেন্যুতে মোহামেডান হেরেছে হেরেছে ৪-২ গোলে। এই জয়ে আবাহনী ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসকে ধরার জন্য পেছনেই আছে। বসুন্ধরার পয়েন্ট সমান ম্যাচে ৪১। মোহামেডানের পয়েন্ট ১৬ ম্যাচে ২২। পয়েন্ট টেবিলে তারা আছে ষষ্ট স্থানে।
মোহামেডান এই ম্যাচে খেলতে নেমেছিল ১১ বছর পর আবার কোচ হিসেবে ফিরিয়ে আনা ক্লাবের সাবেক ফুটবলার নুরুল ইসলাম মানিকের কোচিংয়ে। কিন্তু মানিকের প্রত্যাবর্তনটা ভালো হয়নি। ছয় গোলের ম্যাচের সব কটিই ছিল প্রথমার্ধে।
বৃষ্টির কারণে মাঠ কর্দমাক্ত থাকলেও খেলায় এর প্রভাব পড়েনি। ছয় গোলই তার প্রমাণ বহন করে।
খেলায় মোহামেডান দুইটি গোল পরিশোধ করলেও সব সময় এই দুই গোলের ব্যবধানেই পিছিয়ে ছিল। ৮ মিনিটে কর্নার কিক থেকে কলিন্দ্রেস সরাসরি গোল করলে আবাহনী এগিয়ে যায়। ১০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ব্রাজিলিয়ান ডার্লিংটন। ১৮ মিনিটে মোহামেডানের হয়ে মালির সুলেমান দিয়াবাতে গোলে ব্যবধান কামানোর পাশাপাশি উত্তেজনাও চলে আসে। কিন্তু সেই উত্তেজনায় পানি ঢেলে দেন আবাহনীর ইমন ৪৩ মিনিটে তৃতীয় গোল করে। প্রথমার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মোহামেডানের হয়ে শাহরিয়ার ইমন গোল করে ব্যবধান কমিয়ে আবরো উত্তেজনা নিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ডালিংটন আবার গোল করে ব্যবধান ৪-২ করে ফেলেন। ৮১ মিনিটে আবাহনীর রেজাউল করিম দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময় আবাহনীকে একজন কম নিয়ে খেলতে হয়। কিন্তু মোহামেডান এই সুযোগ আর নিতে পারেনি। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচের শেষ বাঁশি বাজে।
এমপি/