র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান সাকিবের বিশাল উত্থান
প্রতি বুধবারে আইসিসি র্যাঙ্কিংয়ের হাল নাগাদ প্রকাশ করে থাকে। বুধবার (২২ জুন) প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নতুন করে টেস্ট অধিনায়কত্ব ফিরে পাওয়া সাকিব আল হাসান ব্যাটিং ও অলরাউন্ডার বিভগে নিজের অবস্থানের অনেক উন্নতি ঘটিয়েছেন। অলরাউন্ডার ক্যাটাগরিতে তার উন্নতি হয়েছে দুই ধাপ ব্যাটিংয়ে ১৪ ধাপ।
গত সপ্তাহে বাংলাদেশ উইন্ডিজের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট খেলেছিল অ্যান্টিগাতে। অধিনায়ক সাকিবের প্রত্যাবর্তনটা সুখকর হয়নি। হেরেছে সাত উইকেটে। কিন্তু তারচেয়েও বড় বিষয় ছিল চরম ভরাডুবি হয়েছে বাংলাদেশের।
প্রথম ইনিংসে ১০৩ ও দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়েছিল বাংলদেশ। কিন্তু দল ব্যর্থ হলেও সাকিব ছিলেন অনন্য । ব্যাটে হাতে উভয় ইনিংসে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। খেলেছিলেন ৫১ ও ৬৩ রানের ইনিংস। আর এই নৈপুণ্যই তাকে ১৪ ধাপ উপরে নিয়ে এসেছে। তার আগের অবস্থান ছিল ৪৬, বর্তমানে ৩২। তার উপরে আছেন লিটন দাস ( ১২ নম্বার) ও মুশফিকুর রহিম (১৭ নম্বার)। তার ঠিকক নিচেই তামিম ইকবাল ( ৩৬ নম্বার)।
ব্যাট হাতে ধারাবাহিক ভালো করতে না পারা মুমিনুল হকের অবনতি ঘটেছে সাত ধাপ। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৪ রান। আর এতে তিনি সাত নিজে নেমে অবস্থান করছেন ৭৩ নম্বারে।
অ্যান্টিগা টেস্টে ব্যাট হাতে উভয় ইনিংসে হাফ সেঞ্চুরি করার পাশাপাশি সাকিব বল হাতে প্রথম ইনিংসে উইকেট পেয়েছিলেন একটি। এতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি ঘটাতে তিনি চার থেকে দুই উঠে এসেছেন। তার রেটিং পয়েন্ট ৩৪৬। ৩৮৫ রেটিং পয়েন্ট নিয়ে তার উপরে আছেন শুধুই রবিন্দ্র জাদেজা। পেছনে পড়ে গেছেন উইন্ডিজের জেসন হোল্ডার (তিনি অ্যান্টিগা টেস্ট খেলেননি) ও রবি চন্দন অশ্বিন।
এমপি/এমএমএ/