সিলেটের ক্রিকেটারদের পরিবারসহ বন্যার্তদের পাশে বিসিবি
হঠাৎ করে ভয়াবহ বন্যায় সিলেটের জন জীবন বিপর্যস্ত। স্মরণকোলের ভয়াবহ বন্যা। সিলেটের পাশাপাশি সুনামগঞ্জও ভাসছে বন্যার পানিতে। মানুষজন ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে গিয়ে ঠাই নিয়েছেন। তারপরও লাখ লাখ মানুষ পানিবন্দি। সড়ক-স্থল-আকাশ পথে যোগাযোগ বন্ধ।
সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বিদ্যুৎ নেই। গ্যাস নেই। সমস্যার শেষ নেই। সিলেট শহরের প্রধান প্রধান রাস্তা পানিতে ডুবে গেছে। সেখানে চলছে নৌকা। এ রকম পরিস্থিতি বন্যার্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। পাশাপাশি আলাদা করে ক্রিকেটারদেরও খোঁজ খবর রাখবে।
রবিবার (১৯ জুন) এমনটি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
তিনি বলেন, ‘এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়, সবসময় আমাদের চেষ্টা থাকে তাদের পাশে থাকার। এবারও ব্যতিক্রম হবে না বলে আমি মনে করি। আমাদের বোর্ড সভাপতি ইতোমধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন যে কীভাবে তাদের পাশে থাকা যাবে, সেভাবে আমাদের কাজ করতে বলেছেন এবং আমরা সেটা নিয়ে কাজ করছি।’
আর্তিক সহযোগিতার পাশাপাশি খাদ্য সামগ্রীও পৌছে দেওয়া হবে বন্যার্তদের মাঝে।
এ সব বিষয়ে দেখা-শুনার দায়িত্ব দেওয়া হয়েছে সিলেট বিভাগ থেকে নির্বাচিত বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলকে। তাকে দায়িত্ব দেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাহী বলেন, ‘ইতোমধ্যে আমাদের যে সংশ্লিষ্ট বোর্ড পরিচালক আছেন, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে তিনি যোগাযোগ করছেন কীভাবে আমরা অংশ নিয়ে পাশে থাকতে পারি। সে ব্যাপারে আমরা কাজ করছি। আশা করছি খুব শিগগিরই আপনারা কিছু একটা দেখতে পারবেন।’
জাতীয় দলের হয়ে বর্তমানে উইন্ডিজ সফরে আছেন সিলেটের তিন ক্রিকেটার এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা। এ ছাড়া যাওয়ার অপেক্ষায় আছেন নাসুম আহমেদ। এর পাশাপাশি আরও বেশ কিছু ক্রিকেটার আছেন সিলেটের। বিসিবি তাদের ব্যাপারেও আলাদা করে খোঁজ খবর নেবে।
নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমাদের জাতীয় দলের কিছু খেলোয়াড় সিলেটের, যারা বর্তমানে দলের সঙ্গে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আমাদের বলা হয়েছে। আমরা সেটা করছি। আমাদের সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের তাদের সঙ্গে যোগাযোগ আছে। আমাদের যে অন্য বিষয়গুলো-যেগুলো কার্যকর হওয়ার পর আসবে সেগুলো আমরা চিন্তা ভাবনা করে দেখছি কীভাবে তাদের পাশে থাকা যায়। আমাদের যে বোর্ড পরিচালক আছেন শফিউল আলম চৌধুরী নাদেল, তার সঙ্গে আমাদের কথা হয়েছে।
বোর্ড সভাপতি এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন আমাদের যে সমস্ত খেলোয়াড়রা আছেন তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে। এটা শুধু আমাদের জাতীয় দলের সঙ্গে যারা আছেন, তারা না। ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকবার তাদের পাশে থাকার চেষ্টা করি। অবশ্যই এবারও থাকব।’
এমপি/এমএমএ/