মেয়েদের প্রিমিয়ার ক্রিকেটে চ্যাম্পিয়ন মোহামেডান
মোহামেডান মানেই সাফল্য। মোহামেডান মানেই ঐতিহ্য। কিন্তু এর কোনো কিছুই নেই বর্তমানে। এখনকার মোহামেডান মানেই ব্যর্থতার ডালপালা। কাগজে-কলমে বেঁচে আছে ঐতিহ্য। সেই মোহামেডান অবশেষে সাফল্য পেয়েছে। তবে ছেলেদের হাত ধরে নয়। মেয়েদের হাত ধরে। মেয়েদের প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। নেট রান রেটে তারা রূপালি ব্যাংককে পেছনে ফেলে শিরোপা জয়ের আনন্দে মেতে উঠে। ৮ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ছিল ১৯। সমান ম্যাচে রূপালি ব্যাংকের পয়েন্ট ছিল ১৯। কিন্তু নেট রান রেটে এগিয়ে ছিল মোহামেডান। দুই দলেরই তিনটি করে ম্যাচ বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারেনি। এই তিন ম্যাচের মাঝে দুই দলের পরস্পরের বিপক্ষে ম্যাচও ছিল। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং আবাহনী ক্লাব ১৩ পয়েন্ট নিয়ে হয়েছে চতুর্থ।
শেষ ম্যাচে মোহামেডান চ্যাম্পিয়ন হলেও তারা খেলতে পারেনি। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। বিকেএসপিতে তাদের প্রতিপক্ষ ছিল ইন্দিরা রোড ক্রীড়া চক্র। একইভাবে রূপালি ব্যাংকও তাদের শেষ ম্যাচ খেলতে পারেনি। তাদের প্রতিপক্ষ ছিল খেলাঘর সমাজ কল্যাণ সংঘ।
মোহামেডানের এই সাফল্যে ব্যাট হাতে অবদান রেখেছেন শামীমা সুলতানা। তিনি ৯ ম্যাচের ৮ ইনিংসে ২৯৭ রান করেন। রুমানা আহমেদ ৮ ম্যাচের ৬ ইনিংসে করেন ২৯৪ রান। শায়লা শারমিন ৮ ম্যাচের ৬ ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেন ২৫৪ রান। ৫ ম্যাচের ৫ ইনিংসে ব্যাট করে জাসিয়া আক্তার করেন ২৩২ রান। শারমিন আক্তার সুপ্তার ব্যাট থেকে আসে ২০৫ রান। তিনি খেলেন ৭ ম্যাচের ৬ ইনিংস। এ ছাড়া বল হাতে সোহেলি আক্তার ১৭টি, সালমা খাতুন ১২টি, রুমানা আহমেদ ৭টি উইকেট নেন।
এমপি/এসজি/