ব্যর্থতার মাঝেও সাকিব খুশি!
১৫ সেশনের তিন সেশন খেলা হয়েছে। তাতেই বাংলাদেশ ব্যাক ফুটে। নিজেরা এক সেশনের সামান্য কিছু সময় বেশি ব্যাটিং করে মাত্র ১০৩ রানে অলআউট হওয়ার পর প্রথম দিনের বাকি সময় উইন্ডিজ সংগ্রহ করে ২ উইকেটে ৯৫ রান। হাতে ৮ উইকেট নিয়ে তারা ৮ রানে পিছিয়ে। আজ দ্বিতীয় দিন স্বাগতিকরা এই ৮ রানের ব্যবধন গুছিয়ে অনেক দূর এগিয় যেতে চাইবে। আর বাংলাদেশের পরিকল্পনা থাকবে খেলায় ফিরে আসার। প্রতিপক্ষকে দ্রুত অলআউট করা । দলনায়ক সাকিব ম্যাচে ফিরতে দুইটি পরিকল্পনার কথা বলেছেন। তিনি বলেন,‘ টিমের দুইটা অপশন আছে। আমরা ছেড়ে দিয়ে খেললাম। ওয়েস্ট ইন্ডিজ ওদের মতো যত ইচ্ছা রান করলো। আর আমরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করে শেষ হয়ে গেলো। আরেকটা অপশন হচ্ছে, একশ-দেড়শ-দুইশ, এমনকি আড়াইশ রানের মধ্যে তাদের যদি প্রথম ইনিংসে অলআউট করতে পারি। তখন আমরা দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করি, তাহলে শেষ ইনিংসে কী হতে পারে তা আমরা জানি না। প্রতিদিনই নতুন। সেই একটা সুযোগ আমাদের কাছে আছে।’
প্রথম দিন ব্যর্থতার মিছিলের মাঝেও সাকিব খোঁজে পেয়েছেন তৃপ্তি। তার সেই তৃপ্তির সবটুকু দলের তিন পেসারদের নিয়ে। তাদের বোলিংয়ে তিনি বেজায় খুশি। তিনি বলেন, ‘আজকের ( বৃহস্পতিবার) দিনে আমি খুব খুশি। কিছু হাফ চান্স ছিল, ওগুলো আমরা নিতে পারলে পেসারদের জন্য দারুণ দিন হতে পারতো। এমনটা আমরা বেশ কিছু দিন ধরে পাইনি। সব মিলিয়ে পেস ইউনিট খুব ভালো বল করেছে। পার্টনারশিপে ভালো বল করেছে। মোস্তাফিজ ভালো করেছে, আমি মনে করি খালেদও নতুন বলে অনেক ভালো বল করেছে। ইবাদত সবসময় টেস্টে ভালো করছে। তিন বোলারই ভালো বল করেছে, আমি মনে করি তারা একটু আনলাকি ছিল যে আরও দুটা উইকেট তারা পেতে পারতো। সেটা হলে আমরা মোটামুটি একটা ভালো অবস্থানে থাকতাম। একশ রানে ৪ উইকেট থাকলে কালকে ( দ্বিতীয় দিন ) আমরা আর ১০০ রানের মধ্যে অলআউট করে দিতে পারতাম তাহলে আমরা ম্যাচে থাকতে পারতাম।’ তাই বলে যে আজ দ্বিতীয় দিন হবে না এমনটি আবার মনে করেন না সাকিব। তিনি বলেন, ‘এখনও যে হবে না তা আমরা বলছি না। হতে পারে। কিন্তু ওদের কয়েকজন ব্যাটসম্যান রয়েছে, কালকে এসেও আমাদের একই কাজ করতে হবে। আমাদের বোলারদের চ্যালেঞ্জ হবে কালকে যেহেতু উইকেটটা ভালো হবে, আমরা কতটা গোছালোভাবে বল করতে পারি।’
মাত্র ১০৩ রানে অলআউট হওয়ার পরও হাল ছেড়ে না দিয়ে ফিরে আসার মন্ত্রে উজ্জীবিত খেলোয়াড়দের দেখে সাকিব বলেন, ‘ আমি খুশি যে এটাকে পুরো দল চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং চেষ্টা করছে ভালো বোলিং করতে, যেন ব্যাটসম্যানদের কাছ থেকে সমর্থন পেতে পারি, যেটা আমরা পাইনি।’ তার বিশ্বাস দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা ঘগুরে দাঁড়াবে। তিনি বলেন,‘ আশা করি সেকেন্ড ইনিংসে ব্যাটসম্যানরা এমনভাবে ঘুরে দাঁড়াবে যেন আমরা এই ব্যর্থতা থেকে রিকভার করতে পারে। সেই চ্যালেঞ্জটা থাকবে।’
এমপি/