বাংলাদেশ দলে তিন পরিবর্তন
সেরা একাদশে তিনটি পরিবর্তন নিয়ে বাংলাদেশ দল উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হচ্ছে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রির্চাডস স্টেডিয়ামে। টস হেরে ব্যাট করবে বাংলাদেশ।
বাংলাদেশ সেরা একাদশ সাজিয়েছে তিন পেসার, দুই স্পিনার দিয়ে। ব্যাটসম্যান আটজন। পরিপক্ক ব্যাটসম্যানের তালিকায় নেই তিনজনের নাম।
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সর্বশেষ একাদশ থেকে তিনটি পরিবর্তন হয়েছে বাংলাদেশ দলে। মুশফিকুর রহিম হজ করতে যাওয়ার জন্য তিনি ছুটি নিয়েছেন। তার সঙ্গে নেই মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম। ১৬ মাস পর দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। এ ছাড়া নুরুল হাসান সোহান ও মেহেদি হাসান মিরাজ আবার ফিরে এসেছেন। মিরাজ ইনুজরির কারণে মিস করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। আর নুরুল হাসান সোহনের কপাল মন্দ। তার জায়গায় আছেন মুশফিক ও লিটন দাসের মতো খেলোয়াড়। তাদের পেছনে ফেলে তার সেরা একাদশে জায়গা পাওয়া কঠিন। তিনি সুযোগ পান এদের কারো ইনজুরি বা ছুটিতে। যেমন এবার পেলেন মুশফিকুর রহিমের হজে যেতে ছুটি নেওয়ার কারণে।
এদিকে উইন্ডিজের সেরা একাদশে একটি নতুন মুখ রাখা হয়েছে। বাঁহাতি অর্থোডক্স স্পিনার গুদাকেশ মুটি। টেস্ট ক্রিকেটে তার অভিষেক হলেও আর্ন্তজাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছেন আগেই টি-টোয়েন্টি ক্রিকেটের মাধ্যমে। গত বছর করাচিতে পাকিস্তানের বিপক্ষে অভিষেকে তিনি চার ওভার বোলিং করে ২৪ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, এবাদত হোসেন।
এমপি/এসজি/