টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ইয়াসির আলী
উইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন ইয়াসির আলী। উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ব্যাট করার সময় পিঠের ব্যথার কারণে তিনি ১১ রান করে মাঠ ছাড়তে বাধ্য হন। পরে আর ব্যাট করতে নামতে পারেননি। সেই ইনুজরি থাকে এখন টেস্ট সিরিজ থেকেই ছিটকে দিয়েছে। জাতীয় দলের ফিজিও বায়জিদুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, ‘ইয়াসির আলী যে ইনজুরিতে পড়েছে, তাতে করে তাকে সুস্থ হয়ে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। যে কারণে তাকে টেস্ট সিরিজে পাওয়া যাবে না।’
ইয়াসির আলীর ইনজুরি নিয়ে তিনি বলেন, ‘ইয়াসির আলী রাব্বির একটা ব্যাক পেইন ছিল গত ১০ তারিখ থেকে। আমরা পরবর্তিতে একটা এমআরআই করিয়েছি। ওটাতে পাওয়া যাচ্ছে ডিকনিজিক ব্যাক পেইন সমস্যা নিয়ে ভুগতেছে।’
অভিষেকের পর থেকেই ইয়াসির আলী ইনজুরিতে ভুগছেন। গত বছর চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই তিনি ইরজুরিতে পড়েছিলেন। প্রথম ইনিংমে ৪ রান করলেও দ্বিতীয় ইনিংসে খুবই ভালো ব্যাটিং করা অবস্থায় ৩৬ রানে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। শাহীন শাহ আফ্রিদীর বল তার হেলম্যাটে আঘাত করে। তখন তার রান ছিল ৩৪। তারপরও তিনি ব্যাটিং করে যাচ্ছিলেন। কিন্তু এরপর পাঁচ বল খেলে দু্ই রান যোগ করার পর মাঠ ছেড়ে চলে যান। পরে তার কনকাশনসাব হিসেবে মাঠে নেমেছিলেন নুরুল হাসান সোহান। ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্ট আর খেলা হয়নি। এরপর আবার ফেরেন নিউ জিল্যান্ড সফরে। সিরিজের দুইটি টেস্টই খেলেন। দক্ষিণ আফ্রিকা সফরেও তিনি দুই টেস্ট খেলেন। এরপর ঘরের মাঠে সাকিব আল হাসান একাদশে ফিরলে তার আর খেলা হয়নি। এবার ইনজুরিতে তিনি দল থেকেই ছিটকে গেলেন।
এমপি