একমাত্র গোলে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারাল ক্রোয়েশিয়া
ক্রোয়েশিয়ার শুরুর দিকের গোলেই কপাল পুড়ল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের। সোমবার (১৩ জুন) রাতে উয়েফা নেশন্স লিগের ‘এ’ গ্রুপের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় ক্রোয়েশিয়া। দলটির হয়ে একমাত্র গোলটি করেন লুকা মড্রিচ। এদিকে এই হারে টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার আশাও শেষ হয়ে গেল ফরাসিদের।
ম্যাচের পঞ্চম মিনিটেই লুকা মড্রিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। বুদিমিরকে ইব্রাহিমা কোনাতে ফাউল করলে পেনাল্টি পায় সফরকারীরা। সফল স্পট কিকে জাল খুঁজে নেন তিনি। এর দুই মিনিট পরই সময়তায় ফিরতে পারত ফ্রান্স। তবে বেনজেমার দারুণ শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়া গোলরক্ষক। এরপর ২৯তম মিনিটে আরেকবার সুযোগ পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি এনকুকু।
এদিকে বিরতিতে যাওয়ার আগে ব্যবধান বাড়াতে পারত ক্রোয়েশিয়া। যদি ৩৯তম মিনিটে ওসাসুনা ফরোয়ার্ডের বুলেট গতির শট ঠেকাতে ব্যর্থ হতেন ফ্রান্স ডিফেন্ডার কিমপেম্বে।
দ্বিতীয়ার্ধের খেলায় সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। কিন্তু ক্রোয়েশিয়ার গোলরক্ষকের কাছে হার মানতে হয় বারবার। ৬১তম মিনিটে এনকুকু এবং ৭০তম মিনিটে এমবাপ্পের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।
ম্যাচের শেষ দিকে ৮৮তম মিনিটে ব্লাসিকের পাশ থেকে শট নেন স্ট্যানিসিক। তবে তার ধীরগতির শট সহজেই ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক। পরে আর কোনো গোল না হলেও ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।
এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে ক্রোয়েশিয়া। আর ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অস্ট্রিয়া এবং ২ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে ফ্রান্স।
এসআইএইচ