ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারতের জায়গা দখল পাকিস্তানের
একটা সময় ছিল বিরাট কোহলি ব্যাট হাতে নামলেই সেঞ্চুরী করতেন। তার এমন ব্যক্তিগত নৈপুণ্য শাখা-প্রশাখার মতো দলের বাকি ১০ ক্রিকেটারের মাঝে ছড়িয়ে পড়ত। যার সমষ্টিগত সুফল ভোগ করত ভারত। জয়কে হাতের মুয়া বানিয়ে ফেলেছিল। উঠে গিয়েছিল র্যাঙ্কিংয়ের শীর্ষে। তা হোক সাদা কিংবা রঙিন পোশাকের ম্যাচ। কোহলি সেই ফর্ম ধরে রাখতে পারেননি, তার প্রভাব পড়েছে দলের উপর। হারিয়েছে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। এবার তাদের আরেক ধাপ অবনমন হয়েছে। সেই অবনমন হয়েছে চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানের কাছে। উইন্ডিজকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে পাকিস্তান উঠে এসেছে চারে। আর চার থাকা ভারত নেমে গেছে পাঁচে।
পাকিস্তান বেশ কিছুদিন থেকেই ওয়ানডে ক্রিকেটে বেশ ভালো আসেছ। তাদের এই ভালো খেলায় সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন বাবর আজম। কোহলির মতো খেলতে নামলেই সেঞ্চুরির দেখা পাচ্ছেন। তারে নৈপুণ্য দলের অন্য সব যোদ্বাদেরও উজ্জীবিত করে তুলছে। আর ফলও পাচ্ছে ২২ গজে। যেখানে তারা ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছে পাঁচে। ভারতের রেটিং পয়েন্ট ১০৫।
এই সিরিজ শুরুর আগে পাকিস্তান ১০২ রেটিং নিয়ে র্যাংকিংয়ের পঞ্চম স্থানে ছিল। ক্যারিবিয়ানদের উড়িয়ে দিয়ে তাদের রেটিং এখন ১০৬, ১০৫ রেটিং নিয়ে পাঁচে নামতে হয়েছে ভারতকে।
২০১৯ বিশ্বকাপের পর পাকিস্তান ওয়ানডে ফরম্যাটে দারুণ খেলছে। এই সময় তারা শুধু ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে। এ ছাড়া একে একে হারিয়েছে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার পর উইন্ডিজকে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়্রা বিপক্ষে সিরিজ জিতেছিল তাদের মাটিতেই।
ওডিআইতে উপরের দিকে কোনো পরিবর্তন হয়নি। নিউ জিল্যান্ড যথারীতি নিজেদের শীর্ষ স্থান ধরে রেখেছে। দুইয়ে অস্ট্রেলিয়া, তিনে ইংল্যান্ড। বাংলাদেশও তাদের সপ্তম স্থান ধরে রেখেছে। বাংলাদেশের উপরে ছয়ে দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া শ্রীলঙ্কা আটে, উইন্ডিজ নয়ে, আফগানিস্তান দশে।
এমপি/