চেক রিপাবলিককে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল পর্তুগাল
নিজেদের তৃতীয় ম্যাচে চেক রিপাবলিককে ২-০ ব্যবধানে হারাল পর্তুগাল। আর এই জয়ে শীর্ষস্থান ধরে রাখল ফের্নান্দো সান্তোসের শিষ্যরা।
বৃহস্পতিবার রাতে নেশন্স লিগের ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। তবে ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। তবে ২৪তম মিনিটে রোনালদোর শট লক্ষ্যভ্রষ্ট হলে প্রথম ৩০ মিনিট গোল বঞ্চিত থাকতে হয় পুর্তগালকে। অবশ্য এর কিছুক্ষণ পরই সেই আফসোস দূর করেন কানসেলো। ৩৩তম মিনিটে বক্সের একটু বাইরে বের্নার্দো সিলভার কাছ থেকে বল পেয়ে দারুণ এক বুলেট গতির শটে গোল করেন এই ম্যানসিটি ডিফেন্ডার।
বিরতিতে যাওয়ার আগে ব্যবধান আরও বাড়ান পুর্তগালের গেদেস। ৩৮তম মিনিটে ডি বক্সে সিলভার পাস থেকে দারুণ শটে গোল করেন ভালেন্সিয়ার এই ফরোয়ার্ড। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধেও আগ্রাসী খেলা চালিয়ে যায় পর্তুগাল। এর ফলে ৬১তম মিনিটে সুযোগ পেয়ে গোল বঞ্চিত থাকতে হয় চেক রিপাবলিক গোলরক্ষকের কারণে। এরপর আরও একবার সুযোগ ফের্নান্দো সান্তোসের শিষ্যরা পেয়েছিল ব্যবধানকে বড় করার জন্য। কিন্তু তা কাজে লাগাতে পারেননি। ৮৬তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে দারুণ সুযোগ পেয়েও জালের বাইরে বল পাঠিয়ে দেন ভ্লাকানোভা।
বাকী সময়ে দুই দলের কেউ গোল করতে না পারলেও শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। পক্ষান্তরে হার নিয়ে মাঠ ছাড়ে চেকরা। কোনও গোলের সুযে
এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে পর্তুগাল। আর ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে চেক রিপাবলিক। এদিকে পয়েন্ট টেবিলে সবার নিচে আছে সুইজারল্যান্ড।
এসআইএইচ