বঙ্গভবনে বিশ্বকাপ ফুটবল ট্রফি
সোনায় মুড়ানো বিশ্বকাপ ফুটবল ট্রফি। চ্যাম্পিয়ন দলের সদস্যরা শিরোপা জেতার আনন্দে আপ্লুত হয়ে র্স্পশ করেন এই ট্রফি। হাতে নিয়ে দেন চুমু। সেই বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে। তবে সাধারণ ফুটবল প্রেমীদের জন্য এই ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ নেই। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে সেই ট্রফি র্স্পশ করেছেন আবদুল হামিদ। আজ বিকেলে বঙ্গভবনে বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হলে, রষ্ট্রপতি আবদুল হামিদ ট্রফি র্স্পশ করেন এবং ফটোসেশন করেন।
আজ সকাল সোয়া এগারটার দিকে পাকিস্তান থেকে একটি চাটার্ড করা বিমানে আসে বাংলাদেশে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন ও কয়েকজন কর্মকর্তা এই ট্রফি গ্রহণ করেন। এরপর ট্রফি যাওয়া হয় হোটেল রেডিসন ব্লু হোটেলে। সেখান থেকে পরে নিয়ে যাওয়া হয় বঙ্গভবনে।
বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ট্রফি প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক, এমপি, বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন, নির্বাহী পরিষদের মাহফুজা আক্তার কিরন, ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের ডিফেন্সিভ মিডফিল্ডার ক্রিস্টিয়ান কারেম্বু, কোকাকোলার ভারত ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার সভাপতি শংকেট রায় এবং রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা। এ ছাড়াও রাষ্ট্রপতি সচিবগণ, ক্রীড়া সচিব এবং উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমপি/এএজেড