বাহরাইনের কাছে সেই দুই গোলেই হার
বাহরাইনের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছিল ৪৩ বছর আগে। এরপর আজকের আগে আর কোনো ম্যাচ খেলেনি। ৪৩ বছর আগে বাংলাদেশ সেই ম্যাচে হেরেছিল ২-০ গোলে। এই সময়ের মাঝে বাহরাইনের ফুটবল এগিয়েছে, বাংলাদেশের পিছিয়েছে। কিন্তু ফলাফল একই রয়ে গেছে। আজ মালয়েশিয়ার কুলালামপুরের বুকেত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে এশিয়া কাপ বাছাই পর্বের 'ই' গ্রুপ ম্যাচে বাংলাদেশ হেরেছে ২-০ গোলেই। দুইটি গোলই হয়েছে প্রথমার্ধে। বাংলাদেশের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার হার দিয়ে শুরু করলেন তার মিশন। বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ১১ জুন শনিবার তুর্কিমেনিস্তানের বিপক্ষে।
তবে এ কথা সত্য বাংলাদেশ দুই গোলে হারলেও ব্যবধান আরো বাড়তে পারতো। কিন্তু তা হতে পারেনি কিংবা তা হতে দেননি বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তার একক বাঁধার মুখে বাহরাইন গোল সংখ্যা বাড়াতে পারেনি। আসলে খেলা হয়েছে জিকো বনাম বাহরাইনের বিপক্ষে। জিকো চীনের প্রাচীর হয়ে না দাঁড়ালে বাংলাদেশকে বড় ব্যবধানেই হারতে হতো।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৯৯ ধাপ এগিয়ে থাকা বাহরাইন গোল দুইটি প্রথমার্ধেই আদায় করে নেয়। বাহরাইনের একের পর এক আক্রমণ জিকো নস্যাৎ করে দেয়ার পর ৩৪ মিনিটে তারা অবশেষে গোলের দেখা পায়। কর্ণার থেকে নিখুত হেডে জিকোর প্রতিরোধের দেয়াল ভাঙ্গেন আব্দুল্লাহ হারাম। প্রথম গোল পেতে ৩৪ মিনিট পর্যন্ত বাহরাইনে অপেক্ষা করতে হলেও দ্বিতীয় গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ৪২ মিনিটে বক্সের বাইরে থেকে আল আসওয়াদের জোড়ারো নিচু শট জালণ খোঁজে নেয়।
দ্বিতীয়ার্ধে বাহরাইন কোনো গোল পায়নি। কিন্তু এ সময় বাংলাদেশও কিছুটা আক্রমণ করে খেলে। যদিও সেই সব আক্রমণ থেকে গোল করার মতো ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেননি জামাল ভুইয়ারা।
এমপি/এএজেড