বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিল ক্রোয়েশিয়া
উয়েফা ন্যাশনস লিগে জয়ের দেখা পাচ্ছে না গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ফ্রান্স ও ক্রোয়েশিয়া। সোমবার (৬ জুন) রাতে লিগ 'এ' এর গ্রুপ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয়েছিল তারা। ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুইদল।
এবারের ন্যাশনস লিগের শুরুটা ভালো হয়নি ফ্রান্স ও ক্রোয়েশিয়ার। নিজেদের প্রথম ম্যাচে ডেনমার্কের কাছে ২-১ গোলে হেরেছিল ফ্রান্স। অন্যদিকে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারায় অস্ট্রিয়া। আর নিজেদের দ্বিতীয় ম্যাচ ড্র করায় জয়ের মুখ দেখা হলো না তাদের।
ডেনমার্কের বিপক্ষে ম্যাচের একাদশের দশটি পরিবর্তন নিয়ে মাঠে নামে ফ্রান্স। অন্যদিকে অস্ট্রিয়ার কাছে হারা ম্যাচের একাদশের ছয়টি পরিবর্তন নিয়ে ফ্রান্সের মোকাবিলা করে ক্রোয়াটরা। তবে প্রথম সাফল্যের দেখা পায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ৫২ মিনিটে উইসাম বেন ইয়েদারের দুর্দান্ত থ্রু পাস ধরে ডি বক্সে ঢুকে জোরালো শটে ক্রোয়েশিয়ার জাল কাঁপান আদ্রিয়েন র্যাবিয়ট। ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি হলেও গোলের দেখা পাচ্ছিল না ক্রোয়েশিয়া। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফরাসিরা।
ম্যাচের ৮৩ মিনিটে বক্সের মধ্যে ক্রামারিচকে ফাউল করে বসেন জোনাথান ক্লস। ভিআর দেখে দেওয়া হয় পেনাল্টি। পেনাল্টিতে লক্ষ্যভেদ করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ক্রামারিচ। এরপর দুদলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। এর ফলে ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
দুই ম্যাচ খেলে ১ ড্র ও ১ হারে এক পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে ফ্রান্স। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে চারে রয়েছে ক্রোয়েশিয়া।
এসজি/