ক্যারিয়ারে সেরা রেটিং ও র্যাঙ্কিংয়ে লিটন দাস
সময়টা দারুণ ভালো যাচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাসের। নৈপুণ্যের ধারাবাহিকতায় ঢাকা টেস্টের দুই ইনিংসে তিনি ১৪১ ও ৫২ রানের ইনিংস খেলে রেটিং ও র্যাঙ্কিংউবয় ক্ষেত্রেই তিনি নিজের অনেক উন্নতি ঘটিয়েছেন। তার রেটিং পয়েন্ট ৭২৪। যা যেকোনো বাংলাদেশি ব্যাটসম্যানদের ক্ষেত্রে সর্বোচ্চ।
এর আগে সর্বোচ্চ রেটিং ছিল তামিম ইকবালের ৭০৯ পয়েন্ট। এদিকে র্যাঙ্কিংয়ে তার পাঁচ ধাপ উন্নতি ঘটেছে। এই উন্নতি তাকে ১২ নম্বরে নিয়ে এসেছে। এটি লিটন দাসের ক্যারিয়ারে সেরা অবস্থান। চট্টগ্রাম টেস্টে ৮৮ রানর ইনিংস খেলে তিনি ১৭ নম্বরে উঠেছিলেন।
র্যাঙ্কিংয়ে লিটনের চেয়েও বেশি লাফ দিয়েছেন মুশফিকুর রহিম। ঢাকা টেস্টে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলে তিনি নিজের অবস্থানের উন্নতি করেছেন সাত ধাপ। অবস্থান করেছেন ১৮ নম্বারে। আবার ঢাকা টেস্টেই ক্যারিয়ারে প্রথমবারের মতে উভয় ইনিংসে পেয়ার মেরে পাঁচ ধাপ অবনতি ঘটেছে তামিম ইকবালের।
তিনি অবস্থান করছেন ৩২ নম্বারে। অবস্থানের অবনতি হয়েছে মাত্রই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেয়া মমিুনুল হকেরও। ৯ ও ০ রানের ইনিংস খেলে তিনি সাত ধাপ নিচে নেমে ৬৪ নম্বারে আছেন। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৮ রানের ইনিংস খেললেও ব্যাটিংয়ে নিজের অবস্থানর কোনো হেরফের হয়নি। তিনি ৪৩ নম্বরেই আছেন। ব্যাটিংয়ে নিজের শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মারনাস লুবুশান ।
বোলিংয়ে ঢাকা টেস্টের সাকিব আল হাসান পাঁচ উইকেট পেলেও ব্যাাটিংয়ের মতো বোলিংয়েও তার অবস্থানের কোনো হেরফের হয়নি। তিনি ২৯ নম্বারেই আছেন। পাঁচ ধাপ অবনতি ঘটেছে তাইজুল ইসলামের। তিনি অবস্থান করছেন ২৭ নম্বারে। ঢাকা টেস্টে তিনি কোনো উইকেট পাননি। বোলিংয়ে অস্ট্রেলিয়ার পেট ক্যামিন্সও তার শীর্ষ স্থান ধরে রেখেছেন। সেরা অলরাউন্ডারের তালিকায় ভারতের রবিন্দ্র জাদেজাও তার শীর্ষ স্থান ধরে রেখেছেন। একইভাবে সাকিব আল হাসানও তার চার নম্বার অবস্থান ধরে রেখেছেন।
এমপি/এমএমএ/