ইতালির বিপক্ষে নিজেদের অজেয় মনে করছেন না আর্জেন্টিনা কোচ
ফাইনালিসিমা খেলতে লন্ডনে পৌঁছেছে আর্জেন্টিনা ফুটবল দল। তবে গতবারের ইউরো জয়ী ইতালির বিপক্ষে মাঠে নামার আগে শিষ্যদের সতর্ক করে দিলেন কোচ স্কালোনি। তার মতে, আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। তেমনি ম্যাচের আগে সতীর্থদেরও সতর্ক করে দিলেন ইতালি অধিনায়ক বোনুচ্চি।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘তারা (ইতালি) নিজেদের অজেয় মনে করছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কখনোই মনে করা যাবে না যে আমরা অজেয়। লোকজন আমাদের চ্যাম্পিয়ন মনে করে এবং আমাদের অর্জন তারা উপভোগ করে, এটা ভালো। কিন্তু পথচলা থামে না, তাই আমরা নির্ভার হতেও পারি না। একজন কোচ হিসেবে আমাকে খেলোয়াড়দের সতর্ক করতে হবে।’
ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে ট্রফি জিততে চান এই আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, ‘সেরাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা সবসময় গুরুত্বপূর্ণ। আমরা জিততে চাই, কারণ এটি একটি ট্রফির লড়াই। এই জার্সি পরে আমাদের সবসময় সেরাটা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বকাপ।’
অপরদিকে ম্যাচ পূর্ব ম্যাচ সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রশংসা করে বোনুচ্চি বলেন, ‘তারা বিশ্বের সেরা দলগুলোর একটি। আর্জেন্টিনা টানা ৩১ ম্যাচে হারেনি আর এটা কাকতাল নয় (তারা সেরা বলেই পেরেছে)। আমাদের সর্বোচ্চটা দিতে হবে। আমাদের আবার নতুন করে শুরু করতে হবে এবং ভিত গড়তে হবে, যা ইতালিকে আবারও শীর্ষে ফিরিয়ে আনবে।’
জানা গেছে, এ ধরনের ম্যাচ তৃতীয়বারের মতো হতে যাচ্ছে। এর আগে ১৯৮৫ সালে প্যারিসে উরুগুয়েকে ২-০ গোলে হারায় ফ্রান্স। এরপর ১৯৯৩ সালে মার দেল প্লাতায় পেনাল্টি শটে ডেনমার্ককে হারায় আর্জেন্টিনা।
আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।
এসআইএইচ